ফুলবাড়িগেটে কাঠ ব্যবসায়ী ইব্রাহিম খলিলের উপর হামলা

খানজাহান আলী থানা প্রতিনিধি ঃ নগরীর খানজাহান আলী থানাধীন ফুলবাড়িগেটে হামলার শিকার হয়েছে হাফেজ ইব্রাহিম খলিল (৪৫) নামে এক কাঠ ব্যবসায়ী । পূর্ব শত্রুতার জের ধরে ব্যবসায়িক অংশীদার তার উপর এ হামলা চালিয়েছে বলে জানা যায়। ঘটনাটি ঘটেছে বুধবার ৭ জানুয়ারি সন্ধ্যায় দারোগা বাজার জমজম মার্কেটের সামনে। পুনরায় হামলার আশঙ্কায় নিরাপত্তাহীনতায় ভুগছে ইব্রাহিম খলিল। হামলার শিকার ইব্রাহিম খলিল খুলনা গেজেট কে বলেন, ‘ঘটনার সময় দারোগা বাজারের মসজিদে মাগরিবের নামাজ পড়ে বাইরে বের হয়ে আসি। এ সময় পূর্ব থেকে ওৎপাতে থাকা তেলিগাতী বুচিতলা এলাকার রকিবুল হাসান মেহেদী আমার উপর হামলা চালায়। এসময় সে এলোপাথাড়ি কিল, ঘুষি, লাথি মারতে মারতে আমাকে মাটিতে ফেলে দেয়। বাজারের লোকজন আমাকে তার হাত থেকে রক্ষা করে। খবর পেয়ে পুলিশ ও ফুলবাড়িগেট বাজার বণিক সমিতির সহ-সভাপতি মাসুদ মোড়ল ঘটনাস্থলে আসেন। আমার সঙ্গে মাসুদের ব্যবসায়ীক বিরোধের মীমাংসার চেষ্টা করেন। তিনি বলেন, ‘মেহেদী দুর্দান্ত প্রকৃতির লোক। পুনরায় হামলার আশঙ্কায় নিরাপত্তাহীনতায় ভুগছি’।



