স্থানীয় সংবাদ

শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার বিকল্প নেই”- কুয়েট ভিসি

# কুয়েটে উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ‘শাহ্ সিমেন্ট-কুয়েট ইন্টার ডিপার্টমেন্ট ফুটসাল টুর্নামেন্ট-২০২৬’ #

খবর বিজ্ঞপ্তি ঃ উৎসবমুখর পরিবেশে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) প্রথমবারের মতো শুরু হয়েছে ‘শাহ্ সিমেন্ট-কুয়েট ইন্টার ডিপার্টমেন্ট ফুটসাল টুর্নামেন্ট-২০২৬’। ৮ জানুয়ারি বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে টুর্নামেন্টের শুভ উদ্বোধন ঘোষণা করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ মাকসুদ হেলালী। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, “শিক্ষার্থীদের কেবল পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না। শারীরিক ও মানসিক বিকাশের জন্য নিয়মিত খেলাধুলা অত্যন্ত জরুরি। এ ধরণের আন্তঃবিভাগীয় প্রতিযোগিতা শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক ভ্রাতৃত্ব ও সংহতি বৃদ্ধি করে। আমরা চাই কুয়েটের শিক্ষার্থীরা পড়াশোনার পাশাপাশি ক্রীড়া ও সংস্কৃতিতেও শ্রেষ্ঠত্ব বজায় রাখুক।” পরিচালক (ছাত্র কল্যাণ) কার্যালয়ের আয়োজনে এবং শাহ্ সিমেন্টের পৃষ্ঠপোষকতায় আয়োজিত এই টুর্নামেন্টের উদ্বোধনী দিনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভিন্ন অনুষদের ডীনবৃন্দ এবং সভাপতিত্ব করেন পরিচালক (ছাত্র কল্যাণ) প্রফেসর ড. বি. এম. ইকরামুল হক। এবারের টুর্নামেন্টে বিশ্ববিদ্যালয়ের মোট ১৬টি বিভাগ ৪টি গ্রুপে বিভক্ত হয়ে অংশগ্রহণ করছে। উদ্বোধনী দিনে (৮ জানুয়ারি, বৃহস্পতিবার) মোট ৪টি ম্যাচ অনুষ্ঠিত হয় । উল্লেখ্য, শাহ্ সিমেন্ট ও জনতা ব্যাংক পিএলসি-এর সৌজন্যে আয়োজিত এই ফুটবল টুর্নামেন্টটি আগামী ১৩ই জানুয়ারি ২০২৬ পর্যন্ত চলবে। প্রতিদিন সকাল ও বিকেলে নির্ধারিত সূচী অনুযায়ী ম্যাচগুলো অনুষ্ঠিত হবে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button