যশোরে আলুবোঝাই ট্রাক চাপায় বাই সাইকেল আরোহী নিহত

যশোর ব্যুরো ঃ যশোরে আলুবোঝাই একটি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শিপন হোসেন (৪৭) নামে এক বাই সাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকালে যশোর–মাগুরা মহাসড়কের বাহাদুরপুর এলাকার বাঁশতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিপন হোসেন যশোর শহরের খালদা রোড এলাকার বাসিন্দা। তিনি মৃত মোর্শেদ আলীর ছেলে এবং পেশায় একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মচারী ছিলেন। তিনি বর্তমানে যশোর সদরের হাশিমপুর এলাকায় শ্বশুরবাড়িতে বসবাস করছিলেন। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ৮ জানুয়ারী সকাল সোয়া ৯টার দিকে শিপন হোসেন তার বাই সাইকেলযোগে হাশিমপুর থেকে যশোর শহরের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে বাহাদুরপুর এলাকার বাঁশতলার অদূরে পৌঁছালে যশোর শহরগামী আসা আলুবোঝাই একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে তিনি রাস্তায় ছিটকে পড়লে ট্রাকটির একটি চাকা তার মাথার ওপর উঠে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পরপরই ট্রাকের চালক ও হেলপার পালিয়ে যায়। তবে ঘাতক ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৩-৬১৭৮) স্থানীয় লোকজনের সহায়তায় বারোবাজার হাইওয়ে পুলিশ জব্দ করেন। এদিকে খবর পেয়ে যশোর কোতোয়ালি মডেল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।



