স্থানীয় সংবাদ

বাগেরহাটের সুন্দরবনের কচিখালী হরিণসহ হাতে-নাতে চোরা শিকারী আটক

বাগেরহাট প্রতিনিধি ঃ
বাগেরহাটের পূর্ব সুন্দরবনের কচিখালী ডিমেরচর এলাকা থেকে ফাঁদে আটকা হরিণসহ একজন চোরা শিকারীকে আটক করেছে বনরক্ষীরা। উদ্ধার করা হরিণটিকে বুধবার বিকেলে সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে। বাগেরহাট বিভাগীয় বন অফিস জানায়, সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের কচিখালী অভয়ারণ্য কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেষ্টার মোঃ মিজানুর রহমানের নেতৃত্বে বনরক্ষীরা বুধবার ১২টার দিকে সুন্দরবনের ডিমেরচর বনাঞ্চলে টহলে যায়। এ সময় বনের মধ্যে ব্যাপক জায়গা জুড়ে হরিণ শিকারের মালা ফাঁদ পাতা এবং একটি চিত্রল হরিণ ফাঁদে আটকে রয়েছে দেখতে পায়। বনরক্ষীরা বনের মধ্যে তল্লাশী করে এক শিকারীকে হাতেনাতে আটক করতে সক্ষম হয়। এ সময় অন্য দুই শিকারী বনের গহিনে পালিয়ে যায়। আটক শিকারী বরগুনার পাথরঘাটা উপজেলার বড়ইতলা গ্রামের আঃ হাকিম (৪০)। বনরক্ষীরা ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ মালা ও ছিটকা ফাঁদ ও ৭টি প্লাষ্টিকের বস্তা জব্দ করেছে। সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের কচিখালী অভয়ারণ্য কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেষ্টার মোঃ মিজানুর রহমান জানান, ডিমেরচরে শিকারীর পাতা ফাদঁ থেকে উদ্ধার করা হরিণটি বনে অবমুক্ত করা হয়েছে। এবং আটক ব্যক্তির বিরুদ্ধে বিভাগীয় বন আইনে মামলার প্রস্তুতি চলমান।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button