স্থানীয় সংবাদ

স্ত্রী ভাগ্য বকুলের, সম্পদ ও আয়ে পিছিয়ে মাহফুজ

খুলনা-৩ আসন :

কামাল মোস্তফা : শিল্পনগরী খ্যাত খুলনা-৩ আসন। একসময়ের কর্মব্যস্ত কলকারখানাগুলো এখন নিস্তব্দ। পাটকলগুলো বন্ধ বছরের পর বছর। পাটকলের পাশাপাশি ঐতিহ্যবাহি খুলনা নিউজপ্রিন্ট মিল ও হার্ডবোর্ড মিলও দীর্ঘদিন ধরে বন্ধ। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঘিরে তাই নতুন করে প্রাণ ফিরে পাওয়ার পাওয়ার প্রত্যাশায় এ অঞ্চলের মানুষ। আসনটি থেকে এবারের নির্বাচনে মোট ৯ জন প্রার্থী।
প্রার্থীরা হলেন- বিএনপি’র ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম, জামায়াতে ইসলামীর মহানগর আমির মোহাম্মদ মাহফুজুর রহমান, ইসলামী আন্দোলনের নায়েবে আমির মো. আব্দুল আউয়াল, বাসদের জনার্দন দত্ত, এনডিএমের শেখ আরমান হোসেন, জাতীয় পার্টির মো. আব্দুল্লাহ আল মামুন, বাংলাদেশ খেলাফত মজলিসের এফ এম হারুন অর রশীদ এবং স্বতন্ত্র প্রার্থী মো. মুরাদ খান লিটন ও মঈন মোহাম্মদ মায়াজ। এই নির্বাচনে প্রার্থীরা মনোনয়নপত্রের সঙ্গে জমা দিয়েছেন তাদের হলফনামা। ৯ প্রার্থীর পেশার মধ্যে ৫ জন ব্যবসায়ী, ৩ জন শিক্ষক ও একজন ছাত্র। নির্বাচনে মূল প্রতিদ্বন্দ¦ীতা হবে মূলত বিএনপি ও জামায়াতে ইসলামির মধ্যে। ইতোমধ্যে প্রার্থীরা তাদের সম্পদ বিবরণী জমা দিয়েছে জেলা রিটার্নিং কর্মকর্তা বরাবর।
প্রার্থীদের হলফনামা পর্যালোচনা করে দেখা গেছে, বার্ষিক আয়, সম্পদ ও মামলায় জামায়াতের প্রার্থী মোহাম্মদ মাহফুজুর রহমানের চেয়ে এগিয়ে বিএনপি’র প্রার্থী রকিবুল ইসলাম বকুল। রকিবুল ইসলাম বকুল অস্থাবর ও স্থাবর সম্পদের পরিমাণ ৮৯ লাখ ৯৪ হাজার ২৪৩ টাকা। তার বার্ষিক আয় ১৮ লাখ ৮০ হাজার ১৮৭ টাকা। অন্যদিকে তাঁর অস্থাবর ও স্থাবর সম্পদ রয়েছে ৯ লাখ ৭৩ হাজার ৪৩৯ টাকার। তার বার্ষিক আয় ৮ লাখ ২৬ হাজার ৯০১ টাকা।
বিএনপি’র প্রার্থী রকিবুল ইসলাম বকুলের হলফনামায় উল্লেখ করা হয়েছে, তাঁর শিক্ষাগত যোগ্যতা এমবিএ, পেশা ব্যবসা। তার বিরুদ্ধে ১২টি মামলার কথা উল্লেখ করেছেন তিনি। তাঁর অস্থাবর সম্পদ ১৬ লাখ ৫০ হাজার ৬৪৩ টাকা। এরমধ্যে নগদ অর্থ ৩৩ হাজার ৮২৮ টাকা, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জমা ১৪ লাখ ৪৬ হাজার ৮১৫ টাকা, ২০ হাজার টাকা মূল্যের ইলেকট্রনিক পণ্য, ২০ হাজার টাকার আসবাবপত্র ও ১ লাখ টাকা মূল্যের আগ্নেয়াস্ত্র। তার স্থাবর সম্পদের মধ্যে পৈত্রিক সূত্রে প্রাপ্ত ৭৩ লাখ ৪৩ হাজার ৬০০ টাকার ভবন রয়েছে।
তবে হেভিওয়েট এই নেতার স্ত্রী শামীমা পারভীনের (যিনি একজন পুলিশ কর্মকর্তা) নামে রয়েছে বিপুল সম্পদ। বকুলের স্ত্রীর অস্থাবর সম্পদের বাজার মূল্য ১ কোটি ৭৪ লাখ টাকা এবং স্থাবর সম্পদ ২ কোটি ২৫ লাখ টাকার ওপরে। বকুলের চেয়ে তার স্ত্রীর সম্পদের পরিমাণ বহুগুণ বেশি।
বকুলের বাড়ি নির্মাণের জন্য তার দায় রয়েছে ২০ লাখ ৭৩ হাজার ৮০৪ টাকা। সর্বশেষ অর্থবছরে বিএনপি প্রার্থী রকিবুল ইসলাম বকুল ২ লাখ ২৭ হাজার ৫৪৭ টাকা আয়কর প্রদান করেছেন বলে তার হলফনামায় তিনি উল্লেখ করেছেন।
অন্যদিকে হলফনামার তথ্যমতে, জামায়াতের প্রার্থী মোহাম্মদ মাহফুজুর রহমান এমএসসি পাশ, পেশা শিক্ষকতা। তাঁর বিরুদ্ধে থাকা ১০টি মামলায় খালাস ও অব্যাহতি পেয়েছেন। তাঁর অস্থাবর ও স্থাবর সম্পদ এর মধ্যে সঞ্চয়পত্র ও স্থায়ী আমানত ৮ লাখ ১৮ হাজার ৭৯০ টাকার, ১ লাখ ১৬ হাজার টাকার মোটরযান রয়েছে। স্থাবর সম্পদের মধ্যে ১ লাখ ৪৬ হাজার ৫৩৮ টাকার অকৃষি জমি রয়েছে। ২০২৫-২৬ অর্থবছরে তিনি ৪ হাজার টাকা আয়কর প্রদান করেছেন।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button