বিএফইউজের সহকারী মহাসচিব শাওনের পিতার হার্ট এ্যাটাক : দোয়া কামনা

# এমইউজে ও বিএফইউজের দোয়া কামনা #
স্টাফ রিপোর্টার ঃ বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজের সহকারী মহাসচিব মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (এমইউজে) খুলনার সাবেক সহ-সভাপতি দৈনিক আমার দেশ এর খুলনা ব্যুরো প্রধান এহতেশামুল হক শাওনের পিতা শেখ ইয়াকুব আলী (৭৫) হার্ট এ্যাটাক করেছেন। শুক্রবার (৯ জানুয়ারি) বিকেলে তাকে খুলনা মহানগরীর শেরে বাংলা রোডস্থ সুরক্ষা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের কার্ডিওলজি বিভাগীয় প্রধান প্রফেসর ডা. শেখ ইউনুস আলীর তত্ত্বাবধায়নে চিকিৎসাধীন রয়েছেন। সিনিয়র এই সাংবাদিকের পিতার জন্য সকলের কাছে দোয়া কামনা করা হয়েছে। প্রফেসর ডা. শেখ ইউনুস আলী বলেন, শেখ ইয়াকুব আলীর ট্রপোনিন আই টেস্টে নরমাল রেঞ্জ থাকার কথা ছিল দশমিক ১৬, সেখানে তার রয়েছে ৩৩ দশমিক ০৬। বর্তমানে তাকে পর্যবেক্ষনে রাখা হয়েছে।
এমইউজে সাংবাদিক নেতা এহতেশামুল হক শাওনের পিতার সুস্থতা কামনা করে বিবৃতি দিয়েছেন মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার সভাপতি মো. রাশিদুল ইসলাম, সহ-সভাপতি মো. নূরুজ্জামান, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রানা, সহ-সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম নূর, কোষাধ্যক্ষ মো. রকিবুল ইসলাম মতি, নির্বাহী সদস্য মো. এরশাদ আলী ও কে এম জিয়াউস সাদাত। অনুরূপ বিবৃতি দিয়েছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজের সাবেক সহ-সভাপতি ড. মো. জাকির হোসেন ও মুহাম্মদ আবু তৈয়ব, সাবেক নির্বাহী সদস্য শেখ দিদারুল আলম ও এইচ এম আলাউদ্দিন।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, শেখ ইয়াকুব আলীকে দ্রুত সুস্থতার নিয়ামত দান করার জন্য আমরা দেশবাসী, শুভাকাঙ্ক্ষী ও শুভানুধ্যায়ীদের প্রতি মহান রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট কায়মনোবাক্যে দোয়া করার আহ্বান জানাচ্ছি; আল্লাহ তাআলা যেন তাকে দ্রুত সুস্থতার নিয়ামত দান করেন আমীন। তার সুস্থতা কামনা করে দৈনিক প্রবাহ পরিবারের পক্ষ থেকে দোয়া করা হয়েছে।



