তেলিগাতী প্রিমিয়ার লীগ ক্রিকেটের (সিজন-৩) মেগা ফাইনাল অনুষ্ঠিত

# শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মরণে #
খানজাহান আলী থানা প্রতিনিধিঃ তেলিগাতী পূরবী সংঘ কর্তৃক আয়োজিত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মরণে তেলিগাতী প্রিমিয়ার লীগ ক্রিকেটের (সিজন-৩) এর মেগা ফাইনাল ও সিজন-৪ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বেলা সাড়ে ৩টায় তেলিগাতী মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা ৩ আসনে ধানের শীষের প্রার্থী ও বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটি ছাত্র বিষয়ক সম্পাদক আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল। অনুষ্ঠানে উদ্বোধক অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপি’র সাবেক সহ-সভাপতি ও ফুলবাড়ীগেট বাজার বণিক সমিতি সভাপতি মীর কায়ছেদ আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খানজাহান আলী থানা বিএনপির সভাপতি কাজী মিজানুর রহমান, সাধারণ সম্পাদক আবুসাঈদ হাওলাদার আব্বাস, সংগঠনিক সম্পাদক মোল্লা সোহাগ হোসেন, যোগীপোল ইউনিয়ন বিএনপি সভাপতি শেখ আলমগীর হোসেন,খুলনা মহানগর যুবদল আহবায়ক আব্দুল আজীজ সুমন, সদস্য সচিব রবিউল ইসলাম (রুবেল)।
তেলিগাতী পূরবী সংঘের সভাপতি শেখ রবিউল ইসলামের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানা বিএনপি নেতা আব্দুল হাই রুমি সিকদার, যোগিপোল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মীর শওকত হোসেন হিট্টু, মহিলা মেম্বার মাহফুজা বেগম, সাবেক মেম্বার সাবিনা ইয়াসমিন, বিএনপি নেতা উজ্জলসহ তেলিগাতী পূরবী সংঘের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। তেলিগাতী পূরবী সংঘ কর্তৃক আয়োজিত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মরণে তেলিগাতী প্রিমিয়ার লীগ (সিজন-৩) মেগা ফাইনালে সরদার ট্রেডার্স এবং রোদেলা টাইটান্স অংশগ্রহণ করেন। রোদেলা টাইটান্স ৬ উইকেটে জয়লাভ করে। তেলিগাতী প্রিমিয়ার লীগ (সিজন-৩) এর চ্যাম্পিয়ন দলকে চ্যাম্পিয়ন ট্রফি এবং ১৮ হাজার টাকা প্রাইজমানি এবং রানার্সআপ দল কে রানার্সআপ ট্রফি এবং ১০ হাজার টাকার প্রাইজমানি প্রদান করা হয়।



