স্থানীয় সংবাদ

শহীদ শরিফ ওসমান হাদি হত্যার বিচার দাবিতে চাঁচড়া চেকপোস্টে বিক্ষোভ সমাবেশ

যশোর ব্যুরো ঃ শহীদ শরিফ ওসমান হাদি হত্যার বিচার আদায়ের দাবিতে যশোরবাসী শুক্রবার ৯ জানুয়ারী বিকালে চাঁচড়া চেকপোস্ট এলাকায় বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সমাবেশে বক্তারা বলেন,গত জুলাই মাসে যদি প্রশাসন দায়িত্বশীল ভূমিকা পালন করত এবং যথাযথ ব্যবস্থা গ্রহণ করত, তাহলে আজ তাদের রাজপথে নামতে হতো না। তারা অভিযোগ করেন, দেশবাসীর আশা নিয়ে ক্ষমতায় বসা ইন্টেরিম সরকার যদি কোনো ভয়ের কারণে অভ্যন্তরীণ শক্তি বা ভিনদেশি প্রভাবের কাছে নতিস্বীকার করে, তাহলে জনগণ তা মেনে নেবে না।
বক্তারা আরও বলেন, “আমরা আর কোনো প্রতিরোধ বা প্রতিবাদ চাই না, এবার শুধু বিচার চাই। এই হত্যার বিচার আদায় না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না। কোনো মায়াকান্না নয়—ইনশাআল্লাহ বিচার আদায় করেই ঘরে ফিরবো।”
সমাবেশ থেকে আগামী রবিবার বিকাল ৩টায় মনিহার এলাকায় পরবর্তী কর্মসূচি সফল করতে সর্বস্তরের জনগণকে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়।
উক্ত কর্মসূচিতে সাধারণ জনগণের উদ্দেশ্যে বক্তব্য রাখেন মাহমুদুল হক সোহান। এ সময় উপস্থিত ছিলেন শোহানুর রহমান, আমির হামজা, আরিফুল ইসলাম টিটো, মাহমুদুল্লাহ রিহাদ, আমিনুল হক তামিম, উম্মে সাদিয়া, রিয়াজ, আশা, নাদিম, আসিফ সোহান, আহনাফ, অহন, প্রিয়, আলী সোহেবসহ আরও অনেকে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button