স্থানীয় সংবাদ
শিক্ষার্থীদের মাঝে ওব্যাট’র শীতবস্ত্র বিতরণ

খবর বিজ্ঞপ্তি ঃ খুলনায় স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান ওব্যাট হেল্পারস্ এর আয়োজনে শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়। গতকাল নগরীর শেখপাড়া নজরুল নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে একই সাথে সাংবাদিক নেতা এইচএম আলাউদ্দিনের দ্রুত সুস্থতা কামনায় মোনাজাত করা হয়। তিনি দীর্ঘদিন অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। অনুষ্ঠানে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি শেখ আবিদ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ওব্যাট এর প্রোগ্রাম অফিসার মোঃ হুমায়ুন কবির। এসময় সমাজসেবী মোঃ মশিউর রহমান, মাকসুদ রহমান, রফিক আলী, মোঃ গালিব উপস্থিত ছিলেন।



