‘সংখ্যালঘু সুরক্ষায়’ বাংলাদেশে হিন্দু সংগঠন গড়ে তুলবে আরএসএস

চরমপন্থী সংগঠনটির কার্যনির্বাহী সভায় সিদ্ধান্ত
প্রতিবেশী দেশগুলোতে যেখানে হিন্দুরা সংখ্যালঘু এবং ক্রমাগত ‘হুমকির সম্মুখীন’, সেখানে নিজেদের উপস্থিতি শক্তিশালী করতে এবং হিন্দু সংগঠনগুলোকে সহায়তা করার প্রস্তুতি নিচ্ছে ভারতের চরমপন্থী হিন্দু সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস)। নির্ভরযোগ্য একটি সূত্রের বরাত দিয়ে এই খবর দিয়েছে ভারতীয় গণমাধ্যম দ্য স্টেটসম্যান।
শুক্রবার (৯ জানুয়ারি) উত্তরপ্রদেশের বৃন্দাবনে আয়োজিত আরএসএস-এর অখিল ভারতীয় কার্যকরী পরিষদের বৈঠকে এই গুরুত্বপূর্ণ কৌশলটি উঠে এসেছে। সংঘ প্রধান মোহন ভাগবতের সভাপতিত্বে সপ্তাহজুড়ে এই জাতীয় কার্যনির্বাহী সভা চলছে।
দ্য স্টেটসম্যানের প্রতিবেদনে বলা হয়, সূত্রমতে, প্রতিবেশী দেশগুলোতেÍবিশেষ করে বাংলাদেশ ও পাকিস্তানেÍহিন্দু জনসংখ্যা হ্রাসের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে সংঘ। বৈঠকে উপস্থাপিত তথ্য ও আলোচনায় উঠে এসেছে যে, বিশ্বজুড়ে হিন্দুদের আনুপাতিক হার কমছে। আরএসএস-এর শীর্ষ কর্মকর্তারা মনে করছেন, যেখানে হিন্দুরা সংখ্যালঘু সেখানে তারা সুসংগঠিত নয়, যার ফলে তারা সহিংসতা ও নিপীড়নের শিকার হচ্ছে। সূত্র ইঙ্গিত দিয়েছে যে, সংঘ এখন ‘যেখানেই হিন্দুরা সংখ্যালঘু, সেখানেই সংগঠন’Íএই নীতিতে কাজ করবে।
বৈঠকে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সূত্র অনুযায়ী, আরএসএস এখন বাংলাদেশে স্থানীয় পর্যায়ে স্বেচ্ছাসেবক এবং হিন্দু সংগঠন গড়ে তোলার পরিকল্পনা করছে। এর মূল লক্ষ্য হলোÍদুর্যোগ বা সহিংসতার সময় স্থানীয় হিন্দুদের আত্মরক্ষার জন্য প্রস্তুত করা এবং তাদের সাংস্কৃতিক পরিচয় রক্ষা করা।
প্রতিবেদনে বলা হয়, এই কৌশলগত উদ্যোগ বাস্তবায়নের জন্য আরএসএস-এর জ্যেষ্ঠ কর্মকর্তারা শীঘ্রই ভারত সরকারের প্রতিনিধিদের সাথে একটি গুরুত্বপূর্ণ বৈঠকে বসতে পারেন বলে জানা গেছে। ওই বৈঠকে প্রতিবেশী দেশগুলোতে হিন্দুদের সুরক্ষা এবং জনতাত্ত্বিক ভারসাম্যহীনতা রোধে কূটনৈতিক ও তৃণমূল পর্যায়ের পদক্ষেপ নিয়ে আলোচনা হবে।
সংঘ বিশ্বাস করে, সময়মতো এই দেশগুলোতে শক্তিশালী হিন্দু সংগঠন গড়ে তোলা না গেলে আগামী কয়েক দশকের মধ্যে সেখানে হিন্দুদের অস্তিত্ব সম্পূর্ণ বিলুপ্ত হয়ে যেতে পারে। বৃন্দাবনের এই বৈঠক থেকে এটি স্পষ্ট যে, আরএসএস এখন শুধু ভারতেই নয়, বিশ্বজুড়ে হিন্দুদের স্বার্থ রক্ষায় তাদের কর্মপরিকল্পনা সম্প্রসারণ করছে।



