স্থানীয় সংবাদ

খালেদা জিয়ার রেখে যাওয়া আদর্শ আমাদের আগামী দিনের পথ চলার পাথেয় – আলী আসগার লবি

স্টাফ রিপোর্টার ঃ সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া বাংলাদেশের উন্নয়নের অন্যতম রূপকার উল্লেখ করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৫ আসনের বিএনপি মনোনীত প্রার্থী সাবেক এমপি আলী আসগার লবী বলেন, খালেদা জিয়ার রেখে যাওয়া আদর্শ আমাদের আগামী দিনের পথ চলার পাথেয়। আমরা আশা করি, তাঁর এই চলে যাওয়া আমাদেরকে নতুন করে অনুপ্রাণিত করবে, আমাদের শোককে শক্তিতে রূপান্তরিত করবে এবং আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশের একটা নতুন ভবিষ্যৎ নির্মাণ করতে পারব। রবিবার (১১ জানুয়ারি) সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে ডুমুরিয়ার মাগুরঘোণা এলাকায় খুলনা-৫ আসনের বিএনপি মনেনীত প্রার্থী সাবেক এমপি আলী আসগার লবি একথা বলেন। অন্যান্যের মধ্যে আলোচনা করেন আব্দুল মালেক, হাবিবুর রহমান হবি, হালদার শাহাদাত হোসেন, শহিদুজ্জামান শহীদ, মোহাম্মদ দৌলত হোসেন, আব্দুল্লাহ আল কাফি সখা, খায়রুজ্জামান সজীব, শেখ আশরাফুল ইসলাম, মোহাম্মদ আলী, আমজাদ হোসেন, রেজাউল ইসলাম, মান্নান গোলদার, আসাদুজ্জামান, মোহাম্মদ ইসা, মোহাম্মদ মহসিন, আব্দুল গফফার, অ্যাডভোকেট নয়ন, আলী আক্কাস, জিএম তারেক, রাকিব হাসান, গফফার শেখ, নওয়াব আলী মোড়ল, আব্দুল গফুর,আসাদুজ্জামান নান্নু, আফসার মাস্টার প্রমুখ প্রমুখ। সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিলে আলী আসগার লবি আরও বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শোক, আমাদের জন্য কথা বলা খুব কষ্টের। কারণ, এই মহীয়সী মহিলার নেতৃত্বে আমরা দীর্ঘকাল গণতন্ত্রের জন্য লড়াই করেছি। সংগ্রাম করেছি। আমাদের হাজার হাজার নেতা–কর্মী প্রাণ দিয়েছে। বাংলাদেশকে একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে খালেদা জিয়ার অবদান কখনোই অস্বীকার করা যাবে না। আসুন আমরা সবাই মিলে ঐক্যের মধ্য দিয়ে, ভালোবাসার মধ্য দিয়ে, নতুন বাংলাদেশ নির্মাণ করি। আমরা বিশ্বাস করি এই ঐক্যের মাধ্যমেই বাংলাদেশ রক্ষা পাবে, গণতন্ত্র ফিরে আসবে এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব সংরক্ষণ করা সম্ভব হবে। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন মাওলানা নঈম মোল্লা।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button