গণভোটের ব্যাপক প্রচারণা চালাতে নানা পদক্ষেপ সরকারের

প্রবাহ রিপোর্ট : গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রস্তুতকৃত ব্যানার ও লিফলেটের মাধ্যমে ব্যাপক প্রচারের ব্যবস্থা গ্রহণ করেছে নির্বাচন কমিশন (ইসি)। গণভোট উপলক্ষে জনসাধারণকে সচেতন করার লক্ষ্যে ইউএনডিপির সহায়তায় ১৫ হাজার পরিবেশবান্ধব ব্যানার মুদ্রণ করা হয়েছে। পাশাপাশি গণভোট উপলক্ষে ৮০ লাখ ৪২ হাজার লিফলেট মুদ্রণ করা হয়েছে। মুদ্রিত ব্যানার ও লিফলেট নির্বাচন কমিশন সচিবালয়ের প্রকাশনা ও ডকুমেন্টেশন শাখার মাধ্যমে দেশব্যাপী বিতরণ কার্যক্রম চলছে। গতকাল রোববার ইসি সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) ও তথ্য প্রদানকারী কর্মকর্তা মো. রুহুল আমিন মল্লিক স্বাক্ষরিত এ-সংক্রান্ত জারিকৃত এক চিঠি থেকে এ তথ্য জানা গেছে। এতে বলা হয়েছে, আগামী ১২ ফেব্রুয়ারি গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। গণভোট উপলক্ষে জনসাধারণকে সচেতন করার লক্ষ্যে ইউএনডিপির সহায়তায় ১৫ হাজার পরিবেশবান্ধব ব্যানার মুদ্রণ করা হয়েছে। সংযুক্ত তালিকায় বর্ণিত বিভাজন মোতাবেক মুদ্রিত ব্যানারসমূহ নির্বাচন কমিশন সচিবালয়ের প্রকাশনা ও ডকুমেন্টেশন শাখার মাধ্যমে দেশব্যাপী আঞ্চলিক ও জেলা পর্যায়ে বিতরণ কার্যক্রম চলমান আছে। প্রত্যেক বিভাগীয় কমিশনার অফিস, আঞ্চলিক নির্বাচন অফিস, জেলা প্রশাসকের কার্যালয়, সিনিয়র জেলা ও জেলা নির্বাচন অফিস, সিটি করপোরেশন কার্যালয় এবং প্রত্যেক ওয়ার্ডের কার্যালয় ও ঢাকা সিটির গুরুত্বপূর্ণ স্থানে, পৌরসভা কার্যালয়ে, উপজেলা নির্বাহী অফিস, উপজেলা ও থানা নির্বাচন অফিস, উপজেলা ও থানার জনবহুল স্থান এবং ইউনিয়ন পরিষদ কার্যালয় ও ইউনিয়নের জনবহুল স্থানে ব্যানার টানিয়ে ব্যাপক প্রচারের জন্য কমিশন নির্দেশনা প্রদান করেছেন। এছাড়াও গণভোট উপলক্ষে ৮০ লাখ ৪২ হাজার লিফলেট মুদ্রণ করা হয়েছে। নির্বাচন কমিশন সচিবালয়ের ক্রয় ও মুদ্রণ শাখার মাধ্যমে উপজেলা ও থানা নির্বাচন অফিস প্রতি ১৫ হাজার, সিনিয়র জেলা ও জেলা নির্বাচন অফিস প্রতি ৩ হাজার এবং আঞ্চলিক নির্বাচন অফিস প্রতি ২ হাজার করে বিতরণ কার্যক্রম চলমান। এসব লিফলেট জেলা, উপজেলা ও থানা নির্বাচন অফিসারদের মাধ্যমে বিভাগীয় শহর, সিটি কর্পোরেশন ও জেলা শহরের সরকারি-বেসরকারি দপ্তর, জেলা শহরের সিটি করপোরেশন, পৌরসভার গুরুত্বপূর্ণ স্থান ও অফিসে আগত সেবাগ্রহীতা, দর্শনার্থী এবং বিভিন্ন হাট-বাজারে প্রচার করা হবে। এছাড়া জনসমাগম হয় এরূপ জনবহুল স্থানে এবং উপজেলার সরকারি-বেসরকারি দপ্তর, অফিসে আগত সেবাগ্রহীতা, দর্শনার্থী, ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিরা, ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্র, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, পৌরসভার গুরুত্বপূর্ণ স্থান, হাসপাতাল, হাট-বাজার এবং জনসমাগম হয় এরূপ জনবহুল স্থানে প্রচারের ব্যবস্থা গ্রহণ করতে হবে। উল্লেখ্য, ব্যানার ও লিফলেটসমূহ বিতরণ ও প্রচারসংক্রান্ত ব্যয় নির্বাহের জন্য উপজেলা ও থানা নির্বাচন অফিসারদের অনুকূলে নি¤œরূপ হারে বরাদ্দ প্রদান করা হবে। বরাদ্দের পরিমাণ ইউনিয়ন প্রতি এক হাজার, পৌরসভা প্রতি এক হাজার ও সিটি করপোরেশনের ওয়ার্ড প্রতি এক হাজার। চিঠিতে নির্বাচন কমিশন সচিবালয়ের ক্রয় ও মুদ্রণ এবং প্রকাশনা ও ডকুমেন্টেশন শাখায় যোগাযোগ করে ব্যানার ও লিফলেটসমূহ সংগ্রহ এবং তার আওতাধীন বর্ণিত স্থানে ব্যাপক প্রচারের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জেলা নির্বাচন অফিসার ও উপজেলা বা থানা নির্বাচন অফিসারদের অনুরোধ জানানো হয়।



