নগরীতে ইমরান মুন্সী হত্যা মামলার আসামি গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার : খুলনা সদর থানাধীন কাস্টমঘাট এলাকায় সংঘটিত চাঞ্চল্যকর ইমরান মুন্সী (৩০) হত্যা মামলার এজাহারভুক্ত অন্যতম পলাতক আসামি মো. ফরিদ শেখকে (৩৫) গ্রেপ্তার করেছে র্যাব-৬।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকালে প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় র্যাব।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে খুলনা মহানগরীর লবণচরা থানা এলাকায় সোমবার বিকেলে বিশেষ অভিযান পরিচালনা করে তারা। অভিযানে খুলনা সদর থানাধীন কাস্টমঘাট এলাকায় সংঘটিত ইমরান মুন্সী হত্যা মামলার এজাহারভুক্ত ৫ নম্বর পলাতক আসামি মো. ফরিদ শেখকে (৩৫) গ্রেপ্তার করা হয়। তিনি মৃত মান্নান শেখের ছেলে এবং কাস্টমঘাট এলাকার বাসিন্দা।
এজাহার বিশ্লেষণে জানা যায়, গ্রেফতার ফরিদ শেখসহ মামলার অন্য আসামিদের সঙ্গে নিহত ইমরান মুন্সীর দীর্ঘদিন ধরে ব্যবসায়ীক বিরোধ চলছিল। এরই জেরে গত ৬ অক্টোবর কাস্টমঘাট এলাকায় অবস্থানকালে আসামিরা ইমরান মুন্সীকে গুলি করে ও ধারালো অস্ত্র দিয়ে গুরুতর জখম করে হত্যা নিশ্চিত করে পালিয়ে যায়। এ ঘটনায় নিহতের ফুফু দিলিয়া বেগম বাদী হয়ে খুলনা সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
গ্রেপ্তার আসামিকে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য খুলনা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।



