স্থানীয় সংবাদ

মতের পার্থক্য থাকতে পারে, কিন্তু দেশের প্রয়োজনে সবাই অভিন্ন থাকবো : আজিজুল বারী হেলাল

রূপসা প্রতিনিধি : খুলনা-৪ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী ও বিএনপি’র তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ছিলেন নারীর ক্ষমতায়নের অগ্রদূত। তিনি দশম শ্রেণি পর্যন্ত মেয়েদের শিক্ষা ফ্রি করেছিলেন, প্রথম বিধবা ভাতা চালু করেছিলেন এবং প্রথম নারী ও শিশু মন্ত্রক প্রতিষ্ঠা করেছিলেন। “কিছু মানুষ নেত্রীকে অপমান করার চেষ্টা করেছিল, কিন্তু আপনাদের দোয়ায় আল্লাহ তাকে যে সম্মান দিয়েছেন তা আমরা সকলেই দেখেছেন। আপনারা বেগম খালেদা জিয়ার জন্য প্রার্থনা করছেন। আল্লাহ তাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুক। তিনি আরো বলেন, আপনাদের আহ্বান জানাচ্ছি, ভোট কেন্দ্রে গিয়ে আপনার মতামত ভোটের মাধ্যমে প্রকাশ করবেন। আপনাদের মহামূল্যবান ভোটের মাধ্যমে আগামীতে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে দেশের খেটে খাওয়া মানুষের আর্থসামাজিক উন্নয়ন ও উন্নত রাষ্ট্র গঠনে ব্যাপক উদ্যোগ গ্রহণ করা হবে। মানুষের জীবনযাত্রার মান আরো সহজ করতে সামাজিক সুরক্ষার সর্বোচ্চ নাগরিকদের দেওয়া হবে। আমরা নতুন বাংলাদেশ গড়ার দৃঢ় সংকল্পবদ্ধ। মতের পার্থক্য থাকতে পারে, কিন্তু দেশের এবং এলাকার প্রয়োজনে আমরা সবাই এক থাকবো। তিনি বলেন, আগামী ২৩ জানুয়ারি শুক্রবার রূপসা উপজেলায় আমি জনতার সঙ্গে মুখোমুখি হব। আপনারা প্রশ্ন করার সুযোগ পাবেন, এবং আমি নির্ভয়ে উত্তর দেওয়ার চেষ্টা করবো, ইনশাআল্লাহ। আপনারা আমার জন্য প্রার্থনা করবেন, আমি আপনাদের জন্য প্রার্থনা করবো। ১৩ জানুয়ারি (মঙ্গলবার) সকালে রূপসার মোছাব্বারপুরে তালিমপ্রাপ্ত মহিলাদের সঙ্গে আলোচনা সভায় এসব কথা বলেন। এসময় উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক খান জুলফিকার আলি জুলু, মোল্লা খায়রুল ইসলাম, জেলা বিএনপি’র সদস্য শেখ আব্দুর রশিদ,আনিসুর রহমান,জেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক আতাউর রহমান রনু, জেলা কৃষক দলের সাধারন সম্পাদক আবু সাঈদ, জেলা মহিলা দলের সভাপতি সেতারা সুলতানা, লিটন মোল্লা,রেজাউল ইসলাম রেজা, নয়ন মোড়ল,মো: রয়েল, মোল্লা হুমায়ুন কবির, সোহাগ মুন্সি,রাজু চৌধুরী, রেহেনা ইসলাম, খালেদা পারভিন সিনথিয়া,কহিনুর বেগম,ফাতেম বেগম,বীথী, রূপালি প্রমুখ।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button