বিএফইউজের সহকারী মহাসচিব শাওনের পিতার ইন্তিকাল, জানাজা-দাফন আজ

এমইউজে ও বিএফইউজেসহ বিভিন্ন সংগঠনের শোক
স্টাফ রিপোর্টার ঃ বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজের সহকারী মহাসচিব, মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (এমইউজে) খুলনার সাবেক সহ-সভাপতি, খুলনা প্রেসক্লাবের স্থায়ী সদস্য দৈনিক আমার দেশ এর খুলনা ব্যুরো প্রধান এহতেশামুল হক শাওনের পিতা বিশিষ্ট ব্যবসায়ী শেখ ইয়াকুব আলী (৭৫) ইন্তিকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাউহি ও রাজিউন)। মঙ্গলবার (১৩ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে খুলনা মহানগরী শেরে বাংলা রোডস্থ সুরক্ষা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নি:শ^াস ত্যাগ করেন। এর আগে ৯ জানুয়ারি (শুক্রবার) বিকেলে হৃদরোগে আক্রান্ত হলে তাকে এই হাসপাতালে ভর্তি করা হয়। ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের কার্ডিওলজি বিভাগীয় প্রধান ও মরহুমের ছোট ভাই প্রফেসর ডা. শেখ ইউনুস আলীর তত্ত্বাবধায়নে চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুকালে তিনি এক পুত্র, দুই কন্যা, নাতি-নাতনি, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। সাংবাদিক এহতেশামুল হক শাওন জানান, মঙ্গলবার সন্ধ্যায় আব্বা নাস্তা করছিলেন। হঠাৎ করে তিনি বাথরুমে যান। বাথরুম থেকে এসে আবার বাকি নাস্তাটুকু শেষ করছিলেন। এ সময় তিনি বেডে পড়ে যান এবং ইন্তিকাল করেন। চেখের সামনে আব্বাকে হারালাম। হে আল্লাহ আব্বাকে ক্ষমা করে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন। তিনি বলেন, জানাজা-দাফনের বিষয়ে এখন কিছুই বলতে পারছি না। আজ বুধবার সকালে সাড়ে ৯টায় খুলনা আলিয়া মাদ্রাসায় জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে বাদ জোহর ডুমুরিয়ার উপজেলার শাহপুরস্থ নিজ গ্রামে দাফন করা হবে। এদিকে বিএ্ফইউজের সহকারী মহাসচিব সাংবাদিক নেতা এহতেশামুল হক শাওনের পিতার ইন্তিকালে গভীর শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে বিবৃতি দিয়েছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজের সভাপতি ওবায়দুর রহমান শাহীন ও মহাসচিব কাদের গনি চৌধুরী, মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার সভাপতি মো. রাশিদুল ইসলাম, সহ-সভাপতি মো. নূরুজ্জামান, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রানা, সহ-সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম নূর, কোষাধ্যক্ষ মো. রকিবুল ইসলাম মতি, নির্বাহী সদস্য মো. এরশাদ আলী ও কে এম জিয়াউস সাদাত। অনুরূপ বিবৃতি দিয়েছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজের সাবেক সহ-সভাপতি ড. মো. জাকির হোসেন, সাবেক নির্বাহী সদস্য শেখ দিদারুল আলম ও এইচ এম আলাউদ্দিন।
ইসলামী আন্দোলন নগর কমিটির শোক :
বিএফইউজে’র সহকারী মহাসচিব ও দৈনিক আমার দেশ পত্রিকার খুলনা ব্যুরো প্রধান এহতেশামুল হক শাওনের পিতা শেখ ইয়াকুব আলী সোমবার সন্ধ্যায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…রাজিউন)। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর নেতৃবৃন্দ। ভারপ্রাপ্ত সভাপতি শেখ মোঃ নাসির উদ্দিন, সহ-সভাপতি আলহাজ্ব আবু তাহের, হাফেজ আব্দুল লতিফ, সেক্রেটারী মুফতী ইমরান হোসাইন, জয়েন্ট সেক্রেটারী মাওঃ দ্বীন ইসলাম, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারী মোঃ ইমরান হোসেন মিয়া, সাংগঠনিক সম্পাদক মাওঃ সাইফুল ইসলাম ভূইয়া, প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক মোঃ তরিকুল ইসলাম কাবির, অর্থ ও প্রকাশনা সম্পাদক মোঃ হুমায়ুন কবির, দপ্তর সম্পাদক মেহেদী হাসান সৈকত, ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক ফেরদৌস গাজী সুমন, কৃষি ও শ্রম বিষয়ক সম্পাদক আলহাজ্ব আবুল কাশেম, মুক্তিযুদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযুদ্ধা জিএম কিবরিয়া, স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক আলহাজ্ব মারুফ হোসেন, মহিলা ও পরিবার বিষয়ক সম্পাদক মোল্লা রবিউল ইসলাম তুষার, আলহাজ্ব কবির হোসেন হাওলাদার, এইচ এম খালিদ সাইফুল্লাহ, এইচ এম আরিফুর রহমান, মাওঃ নাসিম উদ্দিন, গাজী মিজানুর রহমান, মোঃ সরোয়ার হোসেন বন্দ, সহ প্রশিক্ষণ সম্পাদক মোঃ মঈন উদ্দিন, আলহাজ্ব আমজাদ হোসেন, আলহাজ্ব আব্দুস সালাম, মো: নুরুজ্জামান বাবুল, মোঃ বাদশাহ খান, আলহাজ্ব জাহিদুল ইসলাম টুটুল মোড়ল, মোঃ শহিদুল ইসলাম সজিব, মোঃ মিরাজ মহাজন প্রমুখ।
খুলনা অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন : বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সহকারী মহাসচিব ও দৈনিক আমার দেশের খুলনা ব্যুরো প্রধান এহতেশামুল হক শাওনের পিতা শেখ ইয়াকুব আলী (৭৫) ইন্তেকাল করেছেন। সাংবাদিক এহতেশামুল হক শাওনের পিতার মৃত্যুতে মরহুমের আত্মার মাগফিরাত কামনা, গভীর শোক প্রকাশ, শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন খুলনা অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মাহবুবুর রহমান মুন্না, সাধারণ সম্পাদক মোহাম্মদ মিলনসহ কার্যনির্বাহী পরিষদের সদস্যবৃন্দ।



