স্থানীয় সংবাদ

আন্ত:স্কুল ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে দৌলতপুর মুহাসিন মাধ্যমিক বিদ্যালয়ের জয়

স্টাফ রিপোর্টার ঃ আন্ত:স্কুল ক্রিকেট টুর্নামেন্টের-২০২৬ চূড়াান্ত পর্বে খুলনা জেলা স্কুল বনাম সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের মধ্যকার ক্রিকেট খেলাটি মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকাল ১০টায় খুলনা জেলা স্কুল মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। ৮ দলের সমন্বয়ে অনুষ্ঠাতব্য এ আন্ত: ক্রিকেট টুর্নামেন্টের চূড়ান্ত পর্বে খুলনা জেলা স্কুল বনাম সরকারি দৌলতপুর মুহাসিন মাধ্যমিক বিদ্যালয়ের মধ্যকার খেলায় মুহাসিন স্কুলের শিক্ষার্থীরা চ্যাম্পিয়নের খ্যাতি অর্জন করে, বলে বিষয়টি নিশ্চিত করেছেন ক্রীড়া শিক্ষক মোস্তফা ফিরোজ আহমেদ। আন্ত:স্কুল ক্রিকেট টুর্নামেন্টের-২০২৬ চূড়ান্ত পর্বে বিজয়ী দলের খ্যাতি অর্জন করায় শিক্ষার্থীদর প্রতি কৃতজ্ঞতা ও অভিনন্দন জানিয়েছেন শিক্ষকবৃন্দ। দলের সার্বিক তত্ত্বাবধায়নের দায়িত্বে দাড়িত্বে ছিলেন প্রধান শিক্ষক শহিদুল ইসলাম জোয়াদ্দার আহমেদ। তিনি জানান, এর আগেও এই বিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্রীড়াঙ্গনে দিতে স্বাক্ষর রেখেছি। চূড়ান্ত পর্বের খেলা অংশগ্রহণ করেন- চূড়ান্ত পর্বের খেলায় অংশগ্রহণ জান্নাত নূর, এস এম আক্তার সাদিক আপন, শাওন রহমান, শোয়েব গাজী, আরাফাত নয়ন, গাজী মাহাথির হোসেন,সপ্তক ঘোষ, মাহিম আপন, সাদমান রহমান, শেখ তালহা, তানজিম ইসলাম, আবু তালহা সিদ্দিক, ইসমাইল মীর, আহানাফ ইসলাম। বুধবার (১৪ জানুয়ারি বিকাল ৩টায় খুলনা জেলা স্কুল মাঠে আনুষ্ঠানিকভাবে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের মাঝে ট্রপি দেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button