স্থানীয় সংবাদ

মোংলা থানা পুলিশের উদ্যোগে ওপেন হাউজ ডে

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি ঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মোংলা থানা পুলিশের উদ্যেগে মোংলা উপজেলার চাঁদপাই ইউনিয়নে ওপেন হাউজ ডে ও উঠান বৈঠক কর্মসূচী পালন করা হয়েছে। মঙ্গলবার বিকালে এ কর্মসূচী অনুষ্ঠিত হয়। মোংলা থানা অফিসার ইনচার্জ শেখ শাহিনুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিনিয়র সরকারি পুলিশ সুপার (মোংলা সার্কেল) মোঃ রেফাতুল ইসলাম। উপস্থিত ছিলেন মোংলা থানা অফিসার ইনচার্জ (তদন্ত) মানিক চন্দ গাইন, উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ শাহরিয়ার আলম, উপজেলা আইসিটি কর্মকর্তা মোঃ দেওয়ান জিয়াউর রহমান। অনুষ্ঠানে উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ শাহরিয়ার আলম হ্যা, না ভোটের ব্যাপারে ধারনা এবং নির্বাচনের আচরণবিধি সম্পর্কে বিস্তারিত তথ্য প্রদান করেন। উপজেলা আইসিটি অফিসার মোঃ দেওয়ান জিয়াউর রহমান মোবাইল ব্যবহার করে জুয়া খেলা, ভূয়া তথ্য সরবরাহ করা, হয়রানী, অশ্লীল কার্যকলাপ থেকে কিভাবে মুক্ত থাকা যায় সে সম্পর্কে সচেতন ও তথ্য প্রদান করেন। প্রধান অতিথির বক্তব্যে সিনিয়র সরকারি পুলিশ সুপার (মোংলা সার্কেল) মোঃ রেফাতুল ইসলাম আইন শৃঙ্খলা রক্ষার ব্যাপারে সকলের নিকট আন্তরিক সহযোগিতা চেয়ে বলেন, গত দেড় বছরে এই ইউনিয়নে এত বড় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয় নাই। তিনি জানান নির্বাচন ঘিরে সকল উত্তেজনা নিরসন এবং অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের প্রয়োজনে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহন করা হয়েছে। সভাপতির বক্তব্যে মোংলা থানা অফিসার ইনচার্জ শেখ শাহিনুর রহমান থানায় আইনগত সেবা পেতে কোন মানুষের দালালী গ্রহণ না করে সরাসরি চলে আসার আহবান জানান। মোংলা থানায় আইনগত অধিকার প্রাপ্তির জন্যে কোনরুপ আর্থিক সংশ্লিষ্টতা নেই বলে জানিয়েছেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button