জাতীয় সংবাদ

নতুন শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির আবেদন শুরু

প্রবাহ রিপোর্ট : সারাদেশে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (স্কুল ও কলেজ) এমপিওভুক্তির লক্ষ্যে অনলাইন আবেদন গ্রহণ শুরু হয়েছে। গতকাল বুধবার সকাল ১০টা থেকে আবেদন কার্যক্রম শুরু হয়। আগামী ২৫ জানুয়ারি পর্যন্ত এ আবেদন গ্রহণ করা হবে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপ-সচিব সাইয়েদ এ. জেড. মোরশেদ আলী এ তথ্য জানান। তিনি বলেন, আবেদনের পরীক্ষামূলক কার্যক্রম গত মঙ্গলবার রাত ১২টার পর থেকে শুরু হয়েছে। দেশের বিভিন্ন এমপিও প্রত্যাশী শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃপক্ষ গতকাল বুধবার সকাল ১০টা থেকে আবেদন করতে পারছে। জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০২৫’ এর আলোকে ২০২৫-২৬ অর্থবছরে নতুন প্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করার লক্ষ্যে এই আবেদন প্রক্রিয়া পরিচালিত হচ্ছে বলে জানান উপ-সচিব সাইয়েদ এ. জেড. মোরশেদ। এদিকে, গতকাল বুধবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, এমপিওভুক্তির আবেদন কার্যক্রম গতকাল বুধবার থেকে শুরু হয়ে আগামী ২৫ জানুয়ারি পর্যন্ত চলবে। এর আগে, গত ৭ জানুয়ারি শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের জারি করা গণবিজ্ঞপ্তিতে আগ্রহী শিক্ষা প্রতিষ্ঠানসমূহকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের ওয়েবসাইট (িি.িংযবফ.মড়া.নফ), মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট (িি.িফংযব.মড়া.নফ) অথবা ব্যানবেইসের ওয়েবসাইট (িি.িনধহনবরং.মড়া.নফ)-এ গিয়ে (ঙহষরহব গচঙ অঢ়ঢ়ষরপধঃরড়হ) লিংকের মাধ্যমে আবেদন করতে বলা হয়েছে। মন্ত্রণালয়রে গণবিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (স্কুল ও কলেজ) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০২৫’ এর আলোকে এই আবেদন প্রক্রিয়া পরিচালিত হচ্ছে। প্রতিষ্ঠান এমপিওভুক্তকরণের পুরো প্রক্রিয়াটি ডিজিটাল পদ্ধতিতে সম্পন্ন হবে। সফটওয়্যারের মাধ্যমে নির্ধারিত মানদ- যাচাই-বাছাই করে যোগ্য প্রতিষ্ঠানের তালিকা প্রস্তুত করা হবে। গণবিজ্ঞপ্তি অনুযায়ী, কোনো আবেদন সরাসরি (হার্ডকপি), ই-মেইল বা চিঠির মাধ্যমে গ্রহণ করা হবে না। শুধুমাত্র অনলাইন লিংকের মাধ্যমে নির্দেশিকা অনুসরণ করে, আবেদন সম্পন্ন করতে হবে। আবেদন গ্রহণের ক্ষেত্রে সরকার যে কোনো সিদ্ধান্ত গ্রহণের পূর্ণ ক্ষমতা সংরক্ষণ করে। আগামী ২৫ জানুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত চলবে আবেদন করার সুযোগ থাকবে বলে জানান উপ-সচিব।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button