জাতীয় সংবাদ

জুলাই স্মৃতি জাদুঘরে গণহত্যায় ব্যবহৃত অস্ত্র-গুলি প্রদর্শনের অনুমতি ট্রাইব্যুনালের

প্রবাহ রিপোর্ট : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে ঘিরে চব্বিশের জুলাই-আগস্টে গণহত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় প্রসিকিউশনের জব্দ করা সব আলামত জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে প্রদর্শনের অনুমতি দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল বুধবার চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ আদেশ দেন। ট্রাইব্যুনাল এক মাসের জন্য এ অনুমতি দিয়েছেন বলে জানিয়েছেন প্রসিকিউটর গাজী এমএইচ তামিম। তামিম বলেন, গণভবনকে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর হিসেবে ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার। আগামী ২০ জানুয়ারি এর উদ্বোধন হবে। সেখানে এখন পর্যন্ত ট্রাইব্যুনালে হওয়া বা চলমান বিচারাধীন মামলায় যেসব আলামত জব্দ করা হয়েছে, তা প্রদর্শনের জন্য আমরা একটি আবেদন করেছি। অর্থাৎ এসব মামলায় জব্দ করা গুলি, অস্ত্র, রক্তমাখা পোশাক, গুম হওয়া ব্যক্তিদের নির্যাতনে ব্যবহৃত সরঞ্জাম যে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে দেওয়া হয়। শুনানি শেষে আগামী এক মাসের জন্য মামলা সম্পর্কিত এসব আলামত প্রদর্শনের অনুমতি দেন ট্রাইব্যুনাল। ফলে শুধু আগামী এক মাসের জন্য প্রদর্শন করতে পারবেন দর্শনার্থীরা।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button