খুলনায় লংকাবাংলা ফাউন্ডেশনের উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ

খবর বিজ্ঞপ্তি ঃ খুলনায় লংকাবাংলা ফাউন্ডেশনের উদ্যোগে তিন শতাধিক শীতার্ত এতিম, দুস্থ ও অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। তীব্র শীতের প্রকোপ থেকে অসহায় মানুষদের সুরক্ষা দিতে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে এই উদ্যোগ গ্রহণ করে প্রতিষ্ঠানটি। বুধবার (১৪ জানুয়ারি) খুলনা রেল স্টেশন সংলগ্ন রেলওয়ে কলোনীর, “বিশ্ব ইসলাম মিশন দাখিল মাদ্রাসার” মাঠে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এসব কম্বল বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লংকাবাংলা ফাইন্যান্স পিএলসি খুলনার শাখা ব্যবস্থাপক মোঃ মাসুম ফয়সাল, বিজনেস রিলেশনশিপ ম্যানেজার বৈদ্য পতিত পাবন, প্রিন্সিপাল অফিসার মোঃ তাহমিদুর রহমান ও সাব্বির আহমেদ সহ অন্যান্য সকল কর্মকর্তাবৃন্দ। এবং বিশ্ব ইসলাম মিশন দাখিল মাদ্রাসার প্রধান শিক্ষক গাজী ইমামুল হক ও অনান্য সহকারী শিক্ষকবৃন্দ। লংকাবাংলা ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে তাদের সামাজিক দায়বদ্ধতার (সিএসআর) অংশ হিসেবে শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ ও সমাজকল্যাণমূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় বর্তমান শৈত্যপ্রবাহে প্রান্তিক মানুষের পাশে দাঁড়াতে এই কম্বল বিতরণের আয়োজন। উক্ত অনুষ্ঠানে লংকাবাংলা ফাইন্যান্সের খুলনা শাখার সংশ্লিষ্ট কর্মকর্তারা এবং বিশ্ব ইসলাম মিশন দাখিল মাদ্রাসার শিক্ষকরা উপস্থিত থেকে কম্বল বিতরণে সহযোগিতা করেন। কনকনে শীতে কম্বল হাতে পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় এতিমখানা মাদ্রাসার এতিম বাচ্চারা সহ, এলাকার দুঃস্থ ও অসহায় মানুষেরা।



