খালেদা জিয়ার রুহের মাগফিরাত দোয়া মাহফিল

# যোগিপোল ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের অস্থায়ী কার্যালয় উদ্বোধন #
খানজাহান আলী থানা প্রতিনিধি ঃ সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও যোগিপোল ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন। ১৬ জানুয়ারি শুক্রবার আছর বাদ ল্যাবরেটরী হাইস্কুল মোড়ে যোগীপোল ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের অস্থায়ী কার্যালয়ে উদ্বোধন করেন মহানগর বিএনপি’র সাবেক সহ-সভাপতি, ফুলবাড়ি গেট বাজার বণিক সমিতির সভাপতি মীর কায়ছেদ আলী। স্বেচ্ছাসেবক দলের অস্থায়ী কার্যালয় উদ্বোধনের পর সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। যোগীপোল ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপি’র সাবেক সহ-সভাপতি ও ফুলবাড়িগেট বাজার বণিক সমিতির সভাপতি মীর কায়ছেদ আলী। খানজাহান আলী থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শেখ বিল্লাল হোসেনের সভাপতিত্বে এবং যোগীপোল ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শেখ আবু বক্কর সিদ্দিকী স্বাধীনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিএনপি নেতা রফিকুল ইসলাম শুকুর, বিএনপি নেতা সাবেক ইউপি সদস্য শেখ ইকরাম হোসেন, স্থানীয় বিএনপি নেতা মনিরুল আলম, হাসিবুর রহমান উজ্জল, ওহাব কাজী, হালিম শেখ, শুকুর শেখ, রবিউল ইসলামসহ স্থানীয় বিএনপি, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের দোয়া পরিচালনা করেন ঢালিপাড়া জামে মসজিদের ইমাম মোঃ আফজাল হোসেন



