খেলাধুলা

পাকিস্তানি বংশোদ্ভূত খেলোয়াড়দের ভিসা প্রক্রিয়ায় আইসিসি হস্তক্ষেপ

স্পোর্টস ডেস্ক : ভারতে অনুষ্ঠিত হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ^কাপে অংশ নিতে যাওয়া পাকিস্তানি বংশোদ্ভূত ৪২ জন খেলোয়াড় ও কর্মকর্তার ভিসা প্রক্রিয়া সহজ করতে আইসিসি সরাসরি হস্তক্ষেপ করেছে। ইংল্যান্ড স্কোয়াডে পাকিস্তানি বংশোদ্ভূত ক্রিকেটারদের মধ্যে রয়েছেন স্পিনার আদিল রশিদ, রেহান আহমেদ ও পেসার সাকিব মাহমুদ। এছাড়া যুক্তরাষ্ট্রের হয়ে প্রতিনিধিত্ব করবেন আলী খান ও শায়ান জাহাঙ্গীর এবং নেদারল্যান্ডসের রয়েছে জুলফিকার সাকিব। পিটিআই জানতে পেরেছে যে, ইংল্যান্ডের খেলোয়াড় রশিদ, রেহান এবং সাকিবের ভিসা ইতিমধ্যেই অনুমোদিত হয়েছে। নেদারল্যান্ডস স্কোয়াডের সদস্যরাও তাদের ভিসা পেয়েছেন। কানাডার স্টাফ মেম্বার শাহ সেলিম জাফরকেও ছাড়পত্র দেওয়া হয়েছে। বর্তমানে সংযুক্ত আরব আমিরাত, মার্কিন যুক্তরাষ্ট্র, ইতালি ও কানাডা দলের অন্তর্ভুক্ত পাকিস্তানি জাতীয়তা বা বংশোদ্ভূত খেলোয়াড় ও কর্মকর্তাদের ভিসার ব্যবস্থা করার কাজ চলছে। আগামী সপ্তাহের শুরুতে এই দলগুলোর ভিসা অ্যাপয়েন্টমেন্টের তারিখ নির্ধারিত হয়েছে। প্রক্রিয়াটি এখন শেষ পর্যায়ে রয়েছে বলে আভাস পাওয়া যাচ্ছে। অংশগ্রহণকারীদের ভিসা ইস্যু করার শেষ সময়সীমা নির্ধারণ করা হয়েছে ৩১ জানুয়ারি। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল বিভিন্ন মহাদেশের একাধিক শহরে অবস্থিত ভারতীয় হাই কমিশনগুলোর সাথে নিরবচ্ছিন্ন যোগাযোগ রক্ষা করছে। তাদের লক্ষ্য হলো কোনো প্রকার পদ্ধতিগত বিলম্ব ছাড়াই দ্রুত ভিসা নিশ্চিত করা। সাধারণত পাকিস্তানি বংশোদ্ভূত ব্যক্তিদের ভারতীয় ভিসার ক্ষেত্রে অধিকতর যাচাই-বাছাই করা হয় এবং প্রক্রিয়াকরণে স্বাভাবিকের চেয়ে বেশি সময় লাগে। তাই শেষ মুহূর্তের জটিলতা এড়াতে আইসিসি আগেভাগেই এই পদক্ষেপ নিয়েছে। ভিসা সহজতর প্রক্রিয়া পরিকল্পনা মাফিক হচ্ছে। আইসিসি আশাবাদী যে, লজিস্টিক বা যাতায়াত সংক্রান্ত সব কাজ সম্পন্ন করে আগামী ৭ ফেব্রুয়ারি টুর্নামেন্ট শুরুর আগেই সব দল পূর্ণ প্রস্তুতি নিতে পারবে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button