ময়ুর নদ, বিল ডাকাতিয়ার নিয়ে কেসিসির প্রধান প্রকৌশলীর সাথে পরিবেশ সুরক্ষা মঞ্চের সভা

খবর বিজ্ঞপ্তিঃ পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী রবিবার সকালে সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী মশিউজ্জামানের সাথে তার নিজস্ব কার্যালয়ে মত বিনিময় সভা হয়েছে।সভায় কৃষক ফোরাম, পানি কমিটি ও পরিবেশ সুরক্ষা মঞ্চের যৌথ সভায় নানা আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় আগামী তিন দিনের মধ্যে রায়েরমহল জেলে পাড়ার ময়ুর নদের খালের মাটি কাটা ও কচুরিপানা অপসারণ করে ডাকাতিয়া বিলের পানি ময়ুর নদী দিয়ে প্রবাহের ব্যবস্থা করা হবে। আপাতত কচুরিপানা কাটা মেশিন কৃষক ফোরাম দেবে। সিটি করপোরেশনও দ্রুত সময়ের মধ্যে কচুরিপানা কাটা মেশিন কিনবে। উক্ত স্থলে কোন প্রতিষ্ঠান আধুনিক গেট করে দিলে সিটি করপোরেশন এনওসি দিয়ে দেবে। বুড়ো মৌলভীর দরগা এলাকার কচুরিপানা পরিষ্কার করা হবে। বিভাগীয় কমিশনারের কাছ থেকে সময় নিয়ে বটিয়াঘাটা, ডুমুরিয়া ও ফুলতলার উপজেলা নির্বাহী কর্মকর্তা, তিন উপজেলার এসি ল্যান্ড, সিটি কর্পোরেশন, ও পানি উন্নয়ন বোর্ডকে নিয়ে যৌথভাবে একটি সভার আয়োজন করতে হবে। পরিবেশ সুরক্ষা মঞ্চ দ্রুত সময়ের মধ্যে এই সভাটির আয়োজন করবে। এ সময় অংশ নেন পরিবেশ সুরক্ষা মঞ্চের সভাপতি এড. কুদরত ই খুদাসহ নাগরিক সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।



