সকলে মিলে কাজ করলে কোন ষড়যন্ত্রই আমাদের রুখতে পারবে না – মঞ্জু

# দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল #
স্টাফ রিপোর্টার ঃ জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণঅভুত্থানের সঙ্গে দেশের সকল শ্রেণি-পেশার মানুষ ও রাজনৈতিক নেতাকর্মীরা অংশ নিয়েছে উল্লেখ করে খুলনা-২ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু বলেছন, ৫ আগস্টের ‘ছাত্র-জনতার ঐক্যবদ্ধ আন্দোলনে’ বিজয়ের মধ্য দিয়ে দেশ নতুনভাবে স্বাধীনতা পেলেও দেশমাতৃকার বিরুদ্ধে দেশি-বিদেশি চক্রান্ত’ এখনো থেমে নেই। রবিবার (১৮ জানুয়ারি) দুপুর ১২টায় ২১নম্বর ওয়ার্ড বড়বাজার ধানচাল বণিক সমিতির আয়োজনে মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আলোচনা সভা ও রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিলে সমিতির সভাপতি মনির আহমেদ এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন খুলনা-২ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমিতির সাধারন সম্পাদক আব্দুল মোহায়মেন কালু, বিদ্যুৎ দাস, গোপাল চন্দ্র সাহা, সৈকত আহমেদ রাজু, গোলাম মোর্শেদ, তাজুল ইসলাম পাটোয়ারী, রূপক কুমার ভৌমিক ও প্রসিত কুমার সাহা। আসর বাদ ২৮ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গদলের আয়োজনে মরহুমা বেগম খালেদা জিয়ার স্বরণে শোকসভা ও দোয়া মাহফিলে বিএনপি নেতা ইশহাক তালুকদারের সভাপতিত্বে এবং এড. মশিউর রহমান নান্নুর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নজরুল ইসলাম মঞ্জু। দোয়া পরিচালনা করেন কাজী এনায়েত উল্লাহ খান। পরে তিনি নগরীর গোলকমনি শিশুপার্কে দর্জি শ্রমিক ইউনিয়ন আয়োজিত মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন। বাদ মাগরিব কেসিসি পাইকারি কাঁচা বাজার ব্যবসায়ী ও মালিক সমিতির যৌথ আয়োজনে ট্রাক টার্মিনাল চত্বরে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন খুলনা-২ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু। এসকল অনুষ্ঠানে নজরুল ইসলাম মঞ্জু আরও বলেন, মাদার অব ডেমোক্রেসি মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজ আমাদের মাঝে নেই। কিন্তু বাংলাদেশ যতদিন থাকবে, ততদিন তিনি বেঁচে থাকবেন মানুষের হৃদয়ে। আসন্ন ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে সুষ্ঠু, স্বাভাবিক ও গ্রহণযোগ্য করতে দলের সকল নেতা-কর্মি ও দেশের জনগন ঐক্যবদ্ধ ভাবে কাজ করে গণতন্ত্র প্রতিষ্ঠায় নতুন বাংলাদেশ গড়ায় এগিয়ে আসতে হবে। সকলে মিলে কাজ করলে কোন ষড়যন্ত্রই আমাদের রুখতে পারবে না। তিনি জাতীয় ঐক্যের প্রতীক, সাবেক প্রধানমন্ত্রী ও আপসহীন নেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দেশবাসির নিকট দোয়া প্রর্থনা করেছেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনা মহানগর বিএনপি সভাপতি এডভোকেট শফিকুল আলম মনা, সাধারন সম্পাদক শফিকুল আলম তুহিন, সৈয়দা নার্গিস আলী, এড. আব্দুল্লাহ হোসেন বাচ্চু, কাজী মো. রাশেদ, রেহেনা ঈশা, অধ্যাপক আরিফুজ্জামান অপু, নজরুল ইসলাম বাবু, আসাদুজ্জামান মুরাদ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মেহেদী হাসান দিপু, মাহবুব হাসান পিয়ারু, শের আলম সান্টু, একরামুল হক হেলাল, আনোয়ার হোসেন, নিজাম উর রহমান লালু, এড. গোলাম মওলা, মুজিবর রহমান, শফিকুল ইসলাম শফি, শরিফুল ইসলাম বাবু, আসাদুজ্জামান আসাদ, বেগ তানভিরুল আলম, কামরান হাসান, মহিউদ্দিন টারজান, ইকবাল হোসেন, আলমগীর হোসেন আলম, ওহেদুর রহমান দিপু, মঞ্জুরুল আলম, জিএম রফিকুল হাসান, মনিরুল ইসলাম মাসুম, মাজেদা খাতুন, মুন্সি ওহেদুজ্জামান খসরু, কামাল উদ্দিন, শামীম আশরাফ, শামীম খান, সাইফুল মল্লিক, এড. রফিকুল ইসলাম, শরিফুর ইসলাম সাগর, ইব্রাহীম হাওলাদার, জাকির হোসেন, হাফিজুর রহমান খান তুষার, মিজানুর রহমান মিজান, শেখ শাহিন, কাজী আবুল কালাম আজাদ, রাসেল ফরাজী, সুলতান মাহমুদ সুমন, ফারুক হোসেন, শাহাবুদ্দিন আহমেদ, রোকেয়া ফারুক, হাবিবুর রহমান খান, কামরুল ইসলাম, মাসুম সিদ্দিক, তারেক হাবিবুল্লাহ, হাসান হাওলাদার, সেলিম বড় মিয়া, আরিফুর রহমান, ইলিয়াস হোসেন, আরিফুল ইসলাম, আশিকুর রহমান সেলিম, জামাল, রিপন, মামুনুর রহমান রাসেল, মুরাদ হোসেন প্রমুখ।



