দৌলতপুর বাজার বহুমুখী সমবায়ের বার্ষিক সাধারন সভা

স্টাফ রিপোর্টার : খুলনা নগরীর দৌলতপুর বাজার বহুমুখী সমবায় সমিতি লিমিটেড (রেজি নং- ১২/ডি)’ র ৪১ তম বার্ষিক সাধারণ সভা সোমবার ( ১৯ জানুয়ারি ) দুপুরে নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়। দৌলতপুর বাজার সমবায় সমিতির সহ-সম্পাদক আকুঞ্জি ইদ্রিস আলীর সঞ্চালনায় ও সভাপতি আলহাজ্ব আব্দুল হামিদ হাওলাদারের সভাপতিত্বে ও সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেসিসির এস্টেট অফিসার, ৫ ও ৬ নং ওয়ার্ডের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা গাজী সালাউদ্দিন। বিশেষ অতিথি ছিলেন দিঘলিয়া উপজেলা সমবায় পরিদর্শক শেখ মোহাম্মদ আলী, দৌলতপুর বাজার বণিক সমিতির সভাপতি আলহাজ্ব মোঃ আসলাম শেখ, সাধারণ সম্পাদক নান্নু মোড়ল। এ সময় আরো উপস্থিত ছিলেন সমিতির সাঃ সম্পাদক গোলাম মোস্তফা, সমিতির সিনিয়র সহ-সভাপতি অশোক কুমার কর, সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান হাওলাদার, শেখ জাকির হোসেন, এস এম জুবায়ের রহমান, মোঃ আবু সাঈদ, বিকাশ রঞ্জন দত্ত, আব্দুল খালেক মল্লিক, মোঃ শাহজামাল, মো. ফজলুর রহমান মিশুসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ, সদস্যবৃন্দ,ব্যবসায়ীবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।



