স্থানীয় সংবাদ

স্বনির্ভরণ বাংলাদেশ গড়তে বিএনপির সরকার গঠনে কাজ করুন- আলী আসগার লবি

স্টাফ রিপোর্টার ঃ সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আপোষহীন নেতৃত্বের প্রতীক। গণতন্ত্র প্রতিষ্ঠায় তিনি কখনো কারও সঙ্গে আপোষ করেননি। দেশের গণতান্ত্রিক আন্দোলনে তার অবদান ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথি খুলনা-৫ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের সংসদ সদস্য প্রার্থী আলি আসগার লবি একথা বলেন। মঙ্গলবার বিকেলে ডুমুরিয়ার ১৮ মাইল এলাকায় বিএনপি সহ অঙ্গসহযোগী সংগঠন আয়োজিত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। তিনি আরও বলেন, বেগম খালেদা জিয়া শুধু বিএনপির নয়, সমগ্র জাতির জন্য একটি নেতৃত্বের প্রতীক ছিলেন। দেশের শান্তি, অগ্রগতি এবং রাজনৈতিক সংহতির জন্য তিনি সব সময় সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। তার অপূরনীয় পরিকল্পনা বাস্তবায়নে সকল কে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার আহবান জানান। আসন্ন সংসদ নির্বাচন প্রতিটি মানুষের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ইতিমধ্যেই রাষ্ট্র গঠনের পরিকল্পনা ঘোষণা করেছে। কিন্তু স্বাধীনতা বিরোধীদের ষড়যন্ত্র থেকে নেই, আপনারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি’র সরকার গঠনের জন্য নিজ নিজ অবস্থান থেকে জনসাধারণের কাছে ভোট চেয়ে স্বনির্ভরণ বাংলাদেশ গঠন ভুমিকা রাখবেন। দোয়া মাহফিলে মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। এরপর তিনি গ্রান্ড ফাাইনাল ফুটবল ম্যাচ ও পুরস্কার বিতরণ ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন। এসময় উপস্থিত ছিলেন, জেলা যুবদলের আহবায়ক ইবাদুল হক রুবায়েদ, বিএনপি নেতা গাজী তফসির আহমেদ, আমিনুর রহমান, মমিনুর রহমান নয়ন, আব্দুল্লা হেল কাফি সখা, আমিরুল ইসলাম হালদার, আব্দুল মজিদ জর্দার, আলমগীর আলম, শাহীন, আলতাফ মাহমুদ, বদিয়ার রহমান, আব্দুল গফুর, রফিকুল ইসলাম, সেলিম হালদার, আব্দুল হালিম, রোজিনা পারভিন, নাজমা বেগম, জোসনা খাতুন, আতিয়ার রহমান, অরুন বাবু, আব্দুল গনি, পঙ্কজ মন্ডল প্রমুখ।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button