স্থানীয় সংবাদ

রাগ-ক্ষোভ ভুলে গিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে চূড়ান্ত বিজয় অর্জন করতে হবে – মঞ্জু

# বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও খ্র্রিস্টান সম্প্রদায়ের সঙ্গে মতবিনিময় #

স্টাফ রিপোর্টার ঃ অনেক ত্যাগ পেরিয়ে একটি জায়গায় এসেছে দেশ। সামনে নির্বাচন। যেখানে মানুষের অধিকার ফিরিয়ে দিয়ে গণতান্ত্রিক দেশে গড়ে তোলার সুযোগ হয়েছে উল্লেখ করে খুলনা-২ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু বলেছন, এমন অনেক মানুষ আছে যাদের আশা ভরসার সর্বশেষ জায়গা ধানের শীষ। এই আসার জায়গা ধরে রাখা এবং সবার আশা পূরণ করতে হলে একে অপরের প্রতি সব রাগ, ক্ষোভ ভুলে গিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে চূড়ান্ত বিজয় অর্জন করতে হবে। মঙ্গলবার (২০ জানুয়ারি) সকাল ১১টায় ৩১ নম্বর ওয়ার্ডে হযরত খাজা মঈনুদ্দীন চিশতী (রা:) নূরানী ও হাফিজিয়া মাদ্রাসায় সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল আলহাজ¦ আব্দুল খালেক ব্যাপারীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন খুলনা-২ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন মাওলানা মাসুম বিল্লাহ। দুপুর ১২টায় এইচ আর প্রিন্স আগাখান স্কুলের প্রধান শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন সাবেক এমপি নজরুল ইসলাম মঞ্জু। পরে তিনি শেরে বাংলা রোডস্থ সমাজ সেবা অধিদপ্তর এর উপপরিচালক কানিজ মোস্তফা এবং প্রতিবন্ধী সেবা ও সমাজ কেন্দ্রের কনসালটেন্ট আব্দুল্লাহ আল মামুনের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন। বিকেল ৫টায় ৩০ নম্বর ওয়ার্ডের মরিয়মপাড়ায় খ্রিস্টান সম্প্রদায়ের সঙ্গে উঠান বৈঠক ও মতবিনিময় করেন খুলনা-২ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু। বাদ মাগরিব তিনি ১৬ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গদলের যৌথ আয়োজনে মীরেরঘাট মহিলা সমাবেশে শেখ জামিরুল ইসলাম জামিল এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন খুলনা-২ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু। এসকল অনুষ্ঠানে তিনি আরও বলেন, বাংলাদেশ সকল ধর্মের মানুষের। এখানে আমরা মিলেমিশে বসবাস করি। আমরা এমন একটি সমাজ গড়তে চাই যেখানে প্রতিটি ধর্মের মানুষ সমান অধিকার এবং নিরাপত্তা নিয়ে বসবাস করতে পারবে। বাংলাদেশের কোনো মানুষ, কোনো নাগরিক যেন আর নিজেকে বঞ্চিত মনে না করেন। ভাগ্য আল্লাহ পাক নির্ধারণ করবেন তবে ভাগ্যের পরিবর্তনে আমাদের কঠোর পরিশ্রম করতে হবে। মনে রাখতে হবে ধানের শীষের সাথে লাখ লাখ মানুষের ভাগ্য জড়িত। এমন অনেক মানুষ আছে আমি বা আমরা যাদের চিনি না কিন্তু ধানের শীষ জিতলে তার ভাগ্যের পরিবর্তন হবে। এমন আশা ধারণকারী প্রতিটি মানুষের আশা পূরণ করতে হলে রাত-দিন পরিশ্রম করতে হবে। এটা এখন আমাদের ইমানি দায়িত্ব ধানের শীষ প্রতীকের চূড়ান্ত বিজয় নিশ্চিত করে তাদের ভাগ্যের পরিবর্তন করতে হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসাদুজ্জামান মুরাদ, ইকবাল হোসেন খোকন, মাহবুব হাসান পিয়ারু, সাদিকুর রহমান সবুজ, আনোয়ার হোসেন, ইউসুফ হারুন মজনু, নিয়াজ আহমেদ তুহিন, এড. সরফরাজ হিরো, শেখ জামিরুল ইসলাম জামিল, আফসার উদ্দিন মাস্টার, শরিফুল ইসলাম বাবু, রবিউল ইসলাম রবি, মহিউদ্দিন টারজান, আসলাম হোসেন, বাচ্চু মীর, শহীদ খান, খায়রুল ইসলাম লাল, মেশকাত আলী, মাবুবুর রহমান, ইকবাল হোসেন, মিজানুজ্জামান তাজ, মোস্তফা কামাল, মেহেদী হাসান লিটন, একেএম সেলিম, আলম হাওলাদার, নুরুল ইসলাম লিটন, জাবির আলী, গোলাম নবী ডালু, লিটু পাটোয়ারী, নাজমুল হাসান নাসিম, সাখাওয়াত হোসেন, সমির সাহা, হাসনা হেনা, শেখ হাবিবুর রহমান, মোস্তফা জাসান মিন্টু, শরিফুর ইসলাম সাগর, আল মামুন, ফিরোজ আহমেদ, আশিকুর রহমান, শাকিল আহমেদ, স্বপন হাওলাদার, সেলিম বড় মিয়া, রোকেয়া ফারুক, মুশফিকুর রহমান অভি, ওহাব শরীফ, শামীম রেজা, জলিলুর রহমান, কামরুল আলম খোকন, আব্দুল করিম, এস এ সালাম, ওহেদুর রহমান বাবু, মাহমুদ হাসান মুন্না, মেহেদী হাসান, মামুনুর রহমান রাসেল, মাসুদ রানা, মাসুদ রুমী, ইয়াকুব পাটোয়ারী, পারভেজ আহমেদ খান, জাহাঙ্গীর হানিফ, জোবেদা বেগম, পারভীন বেগম, চাঁদনী, সায়লা পারভীন, রিক্তা, নাজমা করিম, পারভেজ মোড়ল, নাসির উদ্দিন, সোহেল খন্দকার, মুর্শিদা বেগম, জাকির হোসেন, কবির শিকদার, নাসরিন সুলতানা বিপাশা, আরিফুর রহমান, আশিকুর রহমান সেলিম, শেখ হারুন, বৃষ্টি আক্তার, মাহবুবা আক্তার, বিনা মল্লিক, নাজমুল হাসান নাজু, তরিকুল ইসলাম, রফিক, পারভেজ, আরিফ, মফিজ, আনজুমান আরা প্রমুখ।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button