স্থানীয় সংবাদ

আঞ্চলিক পর্যায়ে শীতকালীন খেলাধূলা সমাপ্ত

স্টাফ রিপোর্টার : তিন দিন ব্যাপী উপ-আঞ্চলিক স্কুল, মাদরাসা ও কারিগরী ক্রীড়া সমিতি আয়োজিত ৫৩ তম শীতকালীন খেলাধূলা ও ক্রীড়া প্রতিযোগিতা গতকাল শেষ হয়। জেলা স্কুল মাঠে বিকেলে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রধান অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা খুলনা অঞ্চলের উপ-পরিচালক (কলেজ) ড. এসএম সাজজাদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন উচ্চ শিক্ষা অধিদপ্তরের খুলনা অঞ্চলের সহকারী পরিচালক (কলেজ) মো. ইনামুল ইসলাম, গোপালগঞ্জ জেলা শিক্ষা অফিসার খোন্দকার রূহুল আমীন ও জিলা স্কুলের প্রধান শিক্ষা মোহাম্মাদ ফারুকুল ইসলাম। বক্তৃতা করেন ক্রীড়া শিক্ষক সাবিনা ইয়াসমিন। এ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা খুলনা অঞ্চলের উপ-পরিচালক মো. কামরুজ্জামান। ১৮ জানুয়ারি থেকে জেলা স্টেডিয়াম, স্টেডিয়ামের জিমনেসিয়াম, পাইওনিয়ার বালিকা বিদ্যালয়, সরকারি ইকবাল নগর মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও জিলা স্কুল মাঠে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button