সীমান্তে মাদক, টাকাসহ আটক ১৩৯

প্রবাহ রিপোর্ট ঃ কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এক বছরে চোরাচালানি মাদকসহ ১০৩ কোটি ২৫ লক্ষ ৭০ হাজার টাকাসহ ১৩৯ জন আসামী আটক করেছে। গতকাল বুধবার দুপুরে মিরপুরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এই তথ্য নিশ্চিত করেন কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) পরিচালক অধিনায়ক রাশেদ কামাল রনি। তিনি বলেন, “বর্ডার গার্ড বাংলাদেশ দেশের সীমান্ত সুরক্ষা, চোরাচালান দমন, অভ্যন্তরীণ আইন-শৃঙ্খলা রক্ষা এবং জনকল্যাণমূলক বিভিন্ন কার্যক্রমে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বাংলাদেশের মোট ৪, ৪২৭ কিঃ মিঃ সীমান্তের মধ্যে ভারতের সঙ্গে ৪, ১৫৬ কিঃ মিঃ এবং মায়ানমারের সঙ্গে ২৭১ কিঃ মিঃ সীমান্ত রয়েছে। রাশেদ কামাল রনি আরও জানান, যশোর রিজিয়নের দায়িত্বাধীন এলাকা কুষ্টিয়া থেকে সাতক্ষীরার সুন্দরবন পর্যন্ত প্রায় ৬০০ কিঃ মিঃ বিস্তৃত। এই বিস্তীর্ণ সীমান্ত এলাকায় যশোর রিজিয়নের আওতাধীন কুষ্টিয়া ও খুলনা সেক্টরের অধীনস্থ ৭টি ব্যাটালিয়ন চোরাচালান প্রতিরোধে কাজ করছে। তাদের প্রচেষ্টায় ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত ৩৮০ জন আসামিসহ ৩৭৭ কোটি ৪৬ লক্ষ ৭৫ হাজার ৬২০ টাকার চোরাচালান মালামাল আটক করা হয়েছে। এর মধ্যে ৫৮ কেজি স্বর্ণ, ১২৪ কেজি রৌপ্য, ২৭টি আগ্নেয়াস্ত্র এবং ১৫২ রাউন্ড গুলি রয়েছে। তিনি বলেন, কুষ্টিয়া জেলা ও মেহেরপুর জেলার গাংনী উপজেলায় মাদক ও চোরাচালান দমনে নিরলসভাবে কাজ করা হচ্ছে। এ সময়ে ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত ১৩৯ জন আসামীসহ ১০৩ কোটি ২৫ লক্ষ ৭০ হাজার ৪৫৬ টাকার মাদক ও অন্যান্য চোরাচালানি মালামাল আটক করা হয়েছে। এর মধ্যে ১.৩৩ কেজি স্বর্ণ, ১৫.৩৩ কেজি রৌপ্য, ১৫টি আগ্নেয়াস্ত্র, ১৩টি ম্যাগাজিন, ২৭ রাউন্ড গুলি এবং ৮০ বক্স এয়ারগানের গুলি রয়েছে। এছাড়া ৩, ৮৮০ বোতল বিদেশি মদ, ২৩ কেজি হেরোইন, ৭০, ৮২০ পিস ইয়াবা ট্যাবলেট, ১০, ৫১৭ বোতল ফেন্সিডিল এবং ৬০২ কেজি গাঁজা জব্দ করা হয়েছে। রাশেদ কামাল রনি বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে আয়োজনের লক্ষ্যে বর্ডার গার্ড বাংলাদেশ সার্বক্ষণিকভাবে কাজ করছে। যশোর রিজিয়নের আওতাধীন কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) কুষ্টিয়া ও রাজবাড়ী জেলার নির্বাচনী দায়িত্ব পালন করছে। নির্বাচনী এলাকায় মোট ১৪.৫ প্লাটুন বিজিবি দায়িত্ব পালন করবে। নির্বাচনী নিরাপত্তা নিশ্চিত করতে ১০টি অস্থায়ী বেইজ ক্যাম্প স্থাপন এবং গুরুত্বপূর্ণ ২২টি স্থানে চেকপোস্ট বসানো হবে। এছাড়া ড্রোনের মাধ্যমে নজরদারি ব্যবস্থা করা হচ্ছে, যাতে কোনো অনাকাঙ্খিত পরিস্থিতি দ্রুত শনাক্ত ও নিয়ন্ত্রণ করা যায়। কুষ্টিয়া ব্যাটালিয়ন ইতোমধ্যে উপজেলা পর্যায়ে প্রতিনিধি প্রেরণের মাধ্যমে ভোটকেন্দ্রের রেকি কার্যক্রম সম্পন্ন করেছে। নির্বাচনী এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি মূল্যায়ন করে ঝুঁকিপূর্ণ এলাকা ও ভোটকেন্দ্র চিহ্নিত করা হয়েছে। অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে নিয়মিত সমন্বয় করা হচ্ছে। উল্লেখ্য, কুষ্টিয়া সীমান্ত এলাকা থেকে ইতোমধ্যে ৪টি বিদেশি পিস্তল, ৮টি ম্যাগাজিন এবং ৮ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। পাশাপাশি নিয়মিত জনসচেতনতামূলক সভা আয়োজন করে স্থানীয় জনগণকে শান্তিপূর্ণভাবে নির্বাচনে অংশগ্রহণে উদ্বুদ্ধ করা হচ্ছে।



