জাতীয় সংবাদ

নারীদের দিয়ে আগাম প্রচারণার অভিযোগ পুরোপুরি অসত্য: জামায়ত নেতা

প্রবাহ রিপোর্ট : বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, নারীদের দিয়ে আগাম প্রচারণার অভিযোগের তথ্য পুরোপুরি অসত্য। তফসিল ঘোষণার পর সব প্রচারণা সামগ্রী আমরা অপসারণ করেছি। গতকাল বুধবার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউট (ইটিআই) ভবনে ঢাকা ১৫ ও ১৩ এর রিটার্নিং কর্মকর্তা মো. ইউনুচ আলীর নেতৃত্বে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। মো. ইউনুচ আলী হলেন ঢাকার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা। প্রতীক বরাদ্দ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন এহসানুল মাহবুব জুবায়ের। তিনি বলেন, আসন্ন জাতীয় নির্বাচনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। একইসঙ্গে গণভোটের মাধ্যমে দীর্ঘদিনের সংস্কার প্রক্রিয়া আইনিভিত্তি পাবে। আমরা আশা করছি, এই নির্বাচন সুষ্ঠু, সুন্দর ও নিরাপদ একটি নির্বাচন হবে। যদিও বিভিন্ন স্থানে সন্ত্রাসীরা আমাদের ও দলের কর্মীর ওপর হামলা করছে। আমরা রিটার্নিং কর্মকর্তাকে ব্যাপারটা জানিয়েছে, আশা করছি, সামনে এ ধরনের ঘটনা না ঘটুক এবং প্রার্থীদের নিরাপত্তা আরও জোরদার ও নিশ্চিত করা হোক। এ সময় জামায়াতের বিরুদ্ধে নারীদের দিয়ে আগাম প্রচারণার অভিযোগের প্রশ্নে তিনি বলেন, এ তথ্য পুরোপুরি অসত্য। তফসিল ঘোষণার পর সব প্রচারণা সামগ্রী আমরা অপসারণ করেছি। ইসির অপেক্ষা করিনি। তিনি আরও বলেন, অপপ্রচার চালিয়ে জামায়াত ইসলামীসহ দশ দলীয় ঐক্য বিনষ্টের চেষ্টা চালানো হচ্ছে। একটি বিশেষ দল থেকে আমাদের নারী ভোটারদের ওপর সন্ত্রাসী লেলিয়ে দেওয়া হয়। আশা করছি, দ্বিতীয়বার যেন এমনটা না ঘটে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button