স্থানীয় সংবাদ

সাংবাদিকদের জন্য ফ্যাক্টচেকিং ও তথ্য যাচাই এখন অপরিহার্য দায়িত্ব : উপ-উপাচার্য

# খুবিতে ফ্যাক্টচেকিং এন্ড ডিজিটাল ভেরিফিকেশন শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত #

খবর বিজ্ঞপ্তি ঃ খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (খুবিসাস) এর উদ্যোগে ২১ জানুয়ারি (বুধবার) ‘ফ্যাক্টচেকিং এন্ড ডিজিটাল ভেরিফিকেশন’ শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশন রিজিওনাল মিডিয়া সাপোর্ট ফান্ডের সহযোগিতায় এই কর্মশালা আয়োজন করা হয়। সকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গবেষণাগারের সম্মেলন কক্ষে এ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ খান। তিনি বলেন, সাংবাদিকতা একটি মহান ও দায়িত্বশীল পেশা। সাংবাদিকতায় নীতি-নৈতিকতা ও সত্যনিষ্ঠাই সর্বোচ্চ মানদ-। বর্তমান কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল প্রযুক্তিনির্ভর সময়ে তথ্যের সহজলভ্যতা যেমন বেড়েছে, তেমনি ভুল ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে পড়ার ঝুঁকিও বৃদ্ধি পেয়েছে। এ বাস্তবতায় সাংবাদিকদের জন্য ফ্যাক্টচেকিং ও তথ্য যাচাই এখন অপরিহার্য দায়িত্ব। তিনি আরও বলেন, ক্যাম্পাস সাংবাদিকতা ভবিষ্যৎ পেশাদার সাংবাদিক তৈরির একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র। এ ধরনের কর্মশালার মাধ্যমে শিক্ষার্থীরা আধুনিক সাংবাদিকতার প্রয়োজনীয় জ্ঞান ও দক্ষতা অর্জনের সুযোগ পায়। এতে করে তারা সত্যনিষ্ঠ, দায়িত্বশীল ও সমাজসচেতন সাংবাদিক হিসেবে নিজেদের প্রস্তুত করতে পারবে। তিনি এই কর্মশালা সময়োপযোগী ও প্রশংসনীয় উল্লেখ করে খুবিসাসকে ধন্যবাদ জানান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ড. মোঃ নাজমুস সাদাত। তিনি বলেন, সাংবাদিকতার মূল শক্তি হলো বিশ্বাসযোগ্যতা, আর সেই বিশ্বাসের ভিত্তি গড়ে ওঠে সঠিক ফ্যাক্টচেকিংয়ের মাধ্যমে। বর্তমান সময়ে মিসইনফরমেশন ও ডিসইনফরমেশনের ঝুঁকি বেড়ে যাওয়ায় সাংবাদিকদের আরও দায়িত্বশীল ও সতর্ক ভূমিকা পালন করতে হবে। সমাজের প্রতি সাংবাদিকদের দায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভবিষ্যতে একজন আদর্শ ও নৈতিক সাংবাদিক হিসেবে গড়ে ওঠার জন্য ক্যাম্পাস সাংবাদিকদের এখন থেকেই নিজেদের দক্ষতা, নৈতিকতা ও পেশাদারিত্বের চর্চা বাড়াতে হবে। বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন খুবিসাস’র উপদেষ্টা, গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক মো. মাহদী-আল-মুহতাসিম নিবিড়। ‘ফ্যাক্টচেকিং এন্ড ডিজিটাল ভেরিফিকেশন’ বিষয়ে আলোচনা করেন কী-নোট স্পিকার দ্য ডিসেন্ট-এর ডিজিটাল ইনভেস্টিগেটিভ রিপোর্টার হাসান আল মানজুর। অনুষ্ঠানে সভাপতিত্বে করেন সমিতির সভাপতি আলকামা রমিন। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোঃ মিরাজুল ইসলাম। এ কর্মশালায় খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সদস্যসহ খুলনার বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button