স্থানীয় সংবাদ

খুলনা জেলা পরিষদের আলোচিত প্রশাসনিক কর্মকর্তা মাহবুবুর রহমান স্ট্যান্ড রিলিজ

স্টাফ রিপোর্টার : খুলনা জেলা পরিষদের আলোচিত প্রশাসনিক কর্মকর্তা এস এম মাহবুবুর রহমানকে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে। উচ্চ আদালতের নির্দেশে গত মঙ্গলবার স্থানীয় সরকার বিভাগের অফিস আদেশে তাকে বর্তমান কর্মস্থল খুলনা থেকে অবমুক্ত করে নেত্রকোনা জেলা পরিষদে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে। বুধবার এ আদেশ কার্যকর করা হয়েছে।
অফিস আদেশে জানানো হয়, গত বছরের ১২ আগস্ট খুলনা জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা এস এম মাহবুবুর রহমানকে নেত্রকোনায় বদলি করা হয়েছিল। তিনি ওই আদেশের বিরুদ্ধে রিট পিটিশন দায়ের করলে ১৮ আগষ্ট আদালত স্থগিতাদেশ প্রদান করে। সেই স্থগিতাদেশের পরিপ্রেক্ষিতে গত ২০ জানুয়ারি আপিল বিভাগের ‘জাজ-ইন-চেম্বার’ হাইকোর্টের স্থগিতাদেশ বাতিল করে। আদালতের এই নির্দেশনার পর এস এম মাহবুবুর রহমানের বদলির আদেশটি পুনরায় বহাল ও বলবত হয়েছে।
স্থানীয় সরকার বিভাগের উপসচিব মো. শফিকুল আলম স্বাক্ষরিত আদেশে বলা হয়েছে, উক্ত কর্মকর্তাকে ২১ জানুয়ারি মধ্যে বর্তমান কর্মস্থল খুলনা হতে অবমুক্ত হয়ে নেত্রকোনা জেলা পরিষদে যোগদান করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে তিনি অবমুক্ত না হলে ২১ জানুয়ারি অপরাহ্নে তাকে ‘তাৎক্ষণিক অবমুক্ত’ হিসেবে গণ্য করা হবে। আদেশটি জারির পর খুলনা ও নেত্রকোনা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্ট দপ্তরগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুলিপি পাঠানো হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে খুলনা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা তাছলিমা খাতুন বলেন, গতকাল বুধবার প্রশাসনিক কর্মকর্তা এস এম মাহবুবুর রহমানকে অবমুক্ত করা হয়েছে।
প্রসঙ্গত, এস এম মাহবুবুর রহমান বিভিন্ন কারণে আলোচিত। তার বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মসহ নানা অভিযোগ রয়েছে। বিশেষ করে গত বছরের ৫ আগস্ট জেলা পরিষদে অগ্নিসংযোগের ঘটনায় ফাইলপত্র পুড়ে গেছে বলে তিনি দাবি করলেও পরবর্তীতে তার অফিস পক্ষ থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ ফাইল জব্দ করা হয়। এছাড়া সর্বশেষ স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অর্ধশতাধিক অফিস আদেশের চিঠি তার কক্ষ থেকে উদ্ধার করা হয়। যা তিনি না খুলে অবহেলায় রেখে দেন। এ ঘটনায় তার বিরুদ্ধে থানায় সাধারণ ডায়রি করা হয়।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button