বাগেরহাট -৩ আসনের বিএনপি দলীয় প্রার্থী ফরিদুল ইসলাম কে শোকজ নোটিশ

# ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ #
বাগেরহাট প্রতিনিধি ঃ প্রতিক বরাদ্দের আগেই পোষ্টার টানিয়ে নির্বাচনী প্রচারের অভিযোগ পাওয়ায় বাগেরহাট -৩ আসনের বিএনপি দলীয় প্রার্থী ড. ফরিদুল ইসলাম কে শোকজ করা হয়েছে। নির্বাচনী এলাকা -৯৭ বাগেরহাট-৩ আসনের নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির চেয়ারম্যান বাগেরহাট যুগ্ম জেলা ও দায়রা জজ মোঃ কামরুজ্জামান বুধবার এ শোকজ নোটিশ প্রদান করেন। ওই নোটিশে বলা হয়, গত ১৯ জানুয়ারী নির্বাচনী এলাকার রামপাল সগুনা গ্রামের রাস্তার খাম্বায় তার পোষ্টার লাগানো হয়। যা ২৩ জানুয়ারী-২০২৬ মুদ্রনের তারিখ রয়েছে।এতে নির্বাচন বিধিমালা-২০২৫ এর ০৭ বিধি সুস্পষ্ট লংঘন এবং শাস্তিমুলক অপরাধ কমিটির কাছে প্রাথমিকভাবে প্রতীয়মান হয়েছে। এমতাবস্থায় ফরিদুল ইসলামের বিরুদ্ধে কেন আইনী ব্যবস্থা নেয়া হবে না সে বিষয়ে আগামী ২৭ জানুয়ারী বেলা সাড়ে ১১ টায় যুগ্ম জেলা ও দায়রা জজ আদালত-২ এর বিজ্ঞ বিচারকের কার্য্যলয়ে স্ব-শরীরে হাজির হয়ে লিখিত বক্তব্য ও ব্যাখ্য দেয়ার জন্য নির্দেশ দেয়া হয়েছে। যা রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নোটিশ জারি করে আদালত কে জানাতে বলা হয়েছে।



