পাইকগাছায় বিধবা নারিকে কুপিয়ে হত্যা

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি ঃ পাইকগাছায় শ্রীলেখা সানা(৬০) নামে এক বিধবা নারীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহত শ্রীলেখা উপজেলার সোলাদানা ইউনিয়নের দীঘা গ্রামের মৃত ফণীন্দ্র নাথ সানার স্ত্রী। ২১ জানুয়ারি বুধবার সকাল ১০টার দিকে রান্না ঘর থেকে বিধবার মৃত উদ্ধার করা হয়।খবর পেয়ে পুলিশ ও সিআইডি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। থানা পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে মঙ্গলবার দিনগত ও বুধবার রাতের যেকোনো সময় দূর্বৃত্তরা ওই নারীকে কুপিয়ে হত্যার পর রান্না ঘরে ফেলে রেখে যায়। পরে সকাল ১০ টার দিকে পরিবারের লোকজন তাকে ডাকাডাকি করে কোন সাড়া পেয়ে দরজা ভেঙে রান্না ঘরে রক্তাক্ত জখম অবস্থায় মৃত দেহ দেখতে পায়। পরে খবর পেয়ে ওসি সহ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। এরপর বিকেলে সিআইডির একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করার পর সুরতহাল রিপোর্ট শেষে ময়না তদন্তের জন্য মৃতদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এব্যাপারে সিআইডির একটি টিম তদন্ত শুরু করছে এবং মামলার প্রস্তুতি চলছে বলে থানার ওসি গোলাম কিবরিয়া জানিয়েছেন।



