পাইকগাছায় অবৈধ ইটভাটা ও কয়লার চুল্লির বিরুদ্ধে অভিযান : ধ্বংস ৩ ইটভাটা ও ৫৩ চুল্লি

স্টাফ রিপোর্টার ঃ পরিবেশ দূষণ রোধ ও পরিবেশ সুরক্ষার লক্ষ্যে খুলনার পাইকগাছা উপজেলায় অবৈধভাবে পরিচালিত ইটভাটা ও কয়লার চুল্লির বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে। বুধবার (২১ জানুয়ারি) পরিবেশ অধিদপ্তর, খুলনা জেলা কার্যালয় ও পাইকগাছা উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন পাইকগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব ওয়াসিউজ্জামান চৌধুরী এবং সহকারী কমিশনার (ভূমি) মো. ফজলে রাব্বী। অভিযানকালে দুটি এক্সকাভেটরের মাধ্যমে উপজেলার বিভিন্ন স্থানে অবৈধভাবে গড়ে ওঠা তিনটি ইটভাটার চিমনি, কিলন ও কাঁচা ইট সম্পূর্ণভাবে ধ্বংস করা হয়। পাশাপাশি পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর ৫৩টি অবৈধ কয়লার চুল্লিও সম্পূর্ণভাবে ভেঙে দেওয়া হয়। এসময় পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তাদের পাশাপাশি পুলিশ, সেনাবাহিনী, আনসার ও ভিডিপি, পল্লী বিদ্যুৎ, গ্রাম পুলিশ এবং একদল শ্রমিক অভিযানে অংশগ্রহণ করেন। অভিযান শেষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানান, পরিবেশ সুরক্ষা ও জনস্বার্থে অবৈধ ইটভাটা ও কয়লার চুল্লির বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।



