জাতীয় সংবাদ

ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ

প্রবাহ রিপোর্ট ঃ রাজধানীর সায়েন্সল্যাব এলাকায় আবারও সংঘর্ষে জড়িয়েছেন ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে প্রথমে বাকবিত-া শুরু হলেও অল্প সময়ের মধ্যেই তা সংঘর্ষে রূপ নেয়। এতে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং সড়কে যান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে গতকাল বৃহস্পতিবার বেলা পৌনে ১টার দিকে নিউমার্কেট এলাকায় যান চলাচল স্বাভাবিক হয়। তবে সতর্ক অবস্থানে ছিলেন বিপুল সংখ্যক পুলিশ সদস্য। নিউমার্কেট থানার পেট্রোল ইন্সপেক্টর মোঃ জাহাঙ্গীর বলেন, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। যান চলাচল স্বাভাবিক আছে। তবে ঘটনার পুনরাবৃত্তি এড়াতে সড়কে পুলিশ সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন। এর আগে গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর সায়েন্সল্যাব এলাকায় ফের সংঘর্ষে জড়ান দুটি কলেজের শিক্ষার্থীরা। প্রত্যক্ষদর্শীরা জানান, দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে প্রথমে বাকবিত-া শুরু হলেও অল্প সময়ের মধ্যেই তা সংঘর্ষে রূপ নেয়। এতে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঢাকা কলেজ ক্যাম্পাসসহ আশপাশের রাস্তায় কয়েক রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে। পুলিশের পদক্ষেপের পর ঢাকা কলেজের শিক্ষার্থীরা কিছুটা পিছু হটে। অন্যদিকে আইডিয়াল কলেজের শিক্ষার্থীদেরও রাস্তা থেকে সরিয়ে দেয় পুলিশ। দুটি কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষে জড়িয়ে পড়ার বিষয়ে পেট্রোল ইন্সপেক্টর মোঃ জাহাঙ্গীর বলেন, এই দুটি কলেজের শিক্ষার্থীরা মাঝেমধ্যেই এ ধরনের ঘটনায় জড়ায়। নির্দিষ্ট কোনো কারণ থাকে না। আজকের ঘটনাটির ক্ষেত্রেও আপাতত কোনো সুস্পষ্ট কারণ পাওয়া যায়নি। দুই কলেজের শিক্ষার্থীরা ভিন্ন ভিন্ন বক্তব্য দিচ্ছেন। তিনি বলেন, ঢাকা কলেজের শিক্ষার্থীরা দাবি করছেন, তাদের একাদশ শ্রেণির শিক্ষার্থীরা আইডিয়াল কলেজের সামনে দিয়ে যাওয়ার সময় ওই কলেজের শিক্ষার্থীদের হামলার শিকার হয়েছেন। অন্যদিকে আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা বলছেন, তাদের শিক্ষার্থীরাই ঢাকা কলেজের সামনে দিয়ে যাওয়ার সময় হামলা ও মারধরের শিকার হয়েছেন। কারা সত্য বলছেন, তা তদন্তের পর জানা যাবে। এদিকে ঢাকা কলেজের দ্বাদশ শ্রেণির মানবিক বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ তন্ময় অভিযোগ করে বলেন, বিনা কারণে আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা সকালে তাদের প্রতিষ্ঠানের সামনে দিয়ে যাওয়ার সময় ঢাকা কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের মারধর করে। রিকশা থেকে নামিয়ে চার-পাঁচ জন শিক্ষার্থীর ওপর হামলা চালিয়ে মাথা ফাটিয়ে দেওয়া হয়। তিনি দাবি করেন, বিনা উসকানিতে ও কোনো কারণ ছাড়াই এই ঘটনা ঘটানো হয়েছে। এর আগে, গত বছরের ৯ নভেম্বর নিউমার্কেট থানার মধ্যস্থতায় ঢাকা কলেজ ও ধানমন্ডি আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে ‘শান্তি চুক্তি’ হয়। সেই অনুষ্ঠানে হাতে গোলাপ আর মুখে বন্ধুত্বের স্লোগানে ভবিষ্যতে আর সংঘর্ষে না জড়ানোর অঙ্গীকার করেছিলেন উভয় প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। কিন্তু পরবর্তী সময়ে এক মাসও টেকেনি সেই অঙ্গীকার। ১০ ডিসেম্বরই ফের পাল্টাপাল্টি হামলা-সংঘর্ষে জড়ান উভয় প্রতিষ্ঠানের উচ্চমাধ্যমিক শ্রেণির শিক্ষার্থীরা। এ সময় ঢাকা কলেজের দুটি বাস ভাঙচুরের ঘটনাও ঘটে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button