স্থানীয় সংবাদ

গণভোটে হ্যাঁ পক্ষে খালিশপুরে শোভা যাত্রা হ্যাঁ জিতলে বাংলাদেশের জনগণ জিতবে

স্টাফ রিপোর্টার ঃ গণভোটে হ্যাঁ পক্ষে গণসচেতনতা সৃষ্টির লক্ষে কেসিসির ১০নং ওয়ার্ডের উদ্যোগে বৃহস্পতিবার সকালে খালিশপুরে শোভা যাত্রা বের করা হয়। এটি নয়াবাটি মোড় থেকে শুরু হয়ে পৌর সুপার মার্কেট হয়ে দুর্বার সংঘ ক্লাব মোড় দিয়ে গোল পার্কের সামনে দিয়ে ওয়ার্ড অফিসে এসে শেষ হয়। র‌্যালীতে বিভিন্ন সামাজিক, সচেতন নাগরিক অংশ নেন। র‌্যালী নেতৃত্ব দেন ১০নং ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা প্রকৌশলী মোস্তাফিজুর রহমান, সুজন খালিশপুর থানা কমিটির সম্পাদক খলিলুর রহমান সুমন, ওয়ার্ড সচিব এসএম মোয়াখ্যের, মাসুদ রানা, সোলাইমান, ফারুখ আহমেদ,আলী আকবর, শাওন, টিপু সুলতান, শহিদুল ইসলাম, রহিমা বেগম প্রমূখ। র‌্যালীতে বলা হয়, গণভোটে হ্যাঁ জিতলে বাংলাদেশর জনগণ জিতবে। কারণ চাবি এখন জনগণের হাতে। হ্যাঁ অর্থ স্থায়ী গণতন্ত্র। হ্যাঁ মানে ২৪এর গণ অভুত্থানকে স্বীকার করা। জুলঅই যোদ্ধাদের আইনগকভাবে বৈধতা দেয়া। আসুন আমরা সবাই দেশকে নতুন করে গড়ে তুলি।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button