গাজী মেডিকেল কলেজ হাসপাতালে শিশু নিবিড় পরিচর্যা বিভাগ (পিকু) চালু

# গুরুতর অসুস্থ শিশুদের চিকিৎসার জন্য রাজধানীমুখী হওয়ার প্রবণতা কমবে #
খবর বিজ্ঞপ্তি ঃ শিশু ও নবজাতকের উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত করতে খুলনার গাজী মেডিকেল কলেজ হাসপাতালে নবজাতকের নিবিড় পরিচর্যা কেন্দ্রের (এনআইসিইউ) পাশাপাশি শিশু নিবিড় পরিচর্যা বিভাগ (পিকু) চালু করা হয়েছে। গতকাল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. গাজী মিজানুর রহমান বিশেষ অতিথিদের উপস্থিতিতে ফিতা কেটে বিভাগটির উদ্বোধন করেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, আধুনিক চিকিৎসা প্রযুক্তি ও প্রশিক্ষিত জনবলের সমন্বয়ে গড়ে ওঠা এ পিকু গুরুতর অসুস্থ শিশুদের চিকিৎসায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নতুন চালু হওয়া পিকুতে আধুনিক ভেন্টিলেশন সাপোর্ট, মাল্টিপ্যারামিটার মনিটরিং ব্যবস্থা, ইনফিউশন পাম্প, নেবুলাইজেশন সুবিধাসহ সংক্রমণ নিয়ন্ত্রণে বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। এখানে ২৪ ঘণ্টা বিশেষজ্ঞ শিশু চিকিৎসক ও প্রশিক্ষিত নার্সিং কর্মীদের মাধ্যমে সেবা প্রদান করা হবে। পাশাপাশি বিদ্যমান এনআইসিইউর সঙ্গে সমন্বিত ব্যবস্থাপনায় জটিল রোগ দ্রুত শনাক্ত ও চিকিৎসার ব্যবস্থা থাকবে। অনুষ্ঠানে জানানো হয়, গাজী মেডিকেল কলেজ হাসপাতাল দীর্ঘদিন ধরে মানসম্মত ও মানবিক চিকিৎসা সেবা দিয়ে আসছে। শিশু ও নবজাতকের জন্য বিশেষায়িত এই বিভাগ চালুর মাধ্যমে হাসপাতালটির চিকিৎসা অবকাঠামো আরও শক্তিশালী হলো। স্থানীয় শিশু বিশেষজ্ঞ চিকিৎসক ও স্বাস্থ্যখাত সংশ্লিষ্টরা বলেন, পিকু চালু হওয়ায় গুরুতর অসুস্থ শিশুদের চিকিৎসার জন্য রাজধানীমুখী হওয়ার প্রবণতা কমবে। এতে খুলনা ও আশপাশের জেলার মানুষ স্থানীয়ভাবেই উন্নত চিকিৎসা সেবা পাবে। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, অল্প ও ন্যায়সঙ্গত খরচে মানসম্মত চিকিৎসা সেবা দেওয়ার লক্ষ্যে নবজাতক আইসিইউ ও শিশু নিবিড় পরিচর্যা বিভাগ মিলিয়ে ভবিষ্যতে শিশুস্বাস্থ্য সেবায় আরও বিস্তৃত উদ্যোগ নেওয়া হবে।



