স্থানীয় সংবাদ

খুলনার ৫টি আসনে প্রচার প্রচারণায় হাতপাখা প্রতীকের প্রার্থীরা

খবর বিজ্ঞপ্তি ঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার প্রচারণা শুরুর প্রথম দিনেই খুলনার ৫টি আসনে প্রচার প্রচারণায় নেমে পড়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর হাতপাখা প্রতীকের প্রার্থীরা। সকাল থেকেই দলীয় প্রতীক নিয়ে নির্বাচনী সভা, গণসংযোগ ও লিফলেট বিতরণ ও মতবিনিময় করেন প্রার্থীরা। খুলনা-৪ ( রুপসা দিঘলিয়া তেরখাদা) আসন ঃ ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত হাতপাখার প্রার্থী মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমদ সকাল ১০টায় দিঘলিয়ায় উপজেলা শাখার নেতা কর্মিদের উপস্থিতিতে দিঘলিয়া বাজারে হাতপাখার গণসংযোগ করেন। এ সময় প্রার্থীর সাথে গণসংযোগে উপস্থিত ছিলেন উপজেলা সভাপতি , মাওলানা আসাদুল্লাহ হামিদি ,সেক্রেটারী নুরুল হুদা সাজু, মাওলানা মোস্তাফিজুর রহমান, মোঃ মুহিবুল্লাহ ,মোঃ এসকেন্দার, মাষ্টার জাফর সাদিক,মোঃ জাহিদুল ইসলাম, প্রমুখ। এদিকে বাদ আসর থেকে রুপসার সেনের বাজার ও রাজাপুর বাজার গণসংযোগ করা হয়।এ সময় উপস্থিত ছিলেন, আব্দুল হাফিজ শেখ, আবু মুসা লস্কর, হাফেজ আব্দুল কাদির মাওলানা জামাল উদ্দিন, মাওজাহিদুর রহমান, মাও মাসুদুর রহমান রউফি, সোহাগ, রাতুল, আলী হায়দার, মাও শফিকুল ইসলাম, খুলনা ১ ( দাকোপ -বটিয়াঘাটা আসন) ১ আসনে হাত পাখা প্রতীকের প্রার্থী আলহাজ্ব মাওলানা আবু সাঈদের বিজয়ের লক্ষ্যে দাকোপ উপজেলা কার্যালয় বিকাল পাঁচটায় উপজেলার সকল নেতা কর্মীদের উপস্থিতিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়, উপজেলা সভাপতি আলহাজ্ব শফিকুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারী শাকীল আহমাদ রাসেলের পরিচালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন জেলা ইসলামী আন্দোলনের সভাপতি মাওলানা অধ্যাপক আব্দুল্লাহ ইমরান,আঃ কাদের সানা, হাফেজ ওসমান করিম আঃ রহমান মোল্লা,মাওঃ আঃ রাজ্জাক, আবু হোসেন প্রমুখ। খুলনা-৬ (পাইকগাছা কয়রা) আসন ইসলামী আন্দোলন বাংলাদেশর হাতপাখা প্রতীকের প্রার্থী হাফেজ আসাদুল্লাহ আল গালীবের পক্ষে বিকাল চারটায় পাইকগাছার হরিঢালী ও কপিমমুনি ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগ করেন এসময় গণসংযোগে উপস্থিত পাইকগাছা উপজেলা শাখার সভাপতি মুফতি আহমদ আলী,মোঃ মিনারুল ইসলাম মুন্না, হোসাইন মোঃ নাঈম, মাওলানা আবু বক্কর আঃ রশিদ প্রমুখ।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button