স্থানীয় সংবাদ
ভাষা সৈনিক আব্দুল হালিম’র মৃত্যু বার্ষিকী আজ

খবর বিজ্ঞপ্তি ঃ
ভাষা সৈনিক, ইতিহাসবিদ, রাজনীতিবিদ, সমাজসেবী, এ্যাডভোকেট মুহাম্মদ আব্দুল হালিমের অষ্টাদশ মৃত্যু বার্ষিকী আজ ২৩ জানুয়ারি শুক্রবার। আব্দুল হালিম ১৯২৯ সালের ৩১ আগস্ট খুলনা জেলার তেরখাদা উপজেলার পানতিতা গ্রামের এক সম্ভ্রান্ত পরিবারে জন্ম গ্রহণ করেন। সাহিত্য ও ইতিহাস চর্চায় আব্দুল হালিমের অবদনা অনবদ্য। তার উল্লেখযোগ্য প্রকাশিত গ্রন্থাবলী হলো ‘পুরাঘটিত বর্তমান, মুর্শিদাবাদ ও সিরাজ পরিবার, ভাঁটি বাংলার কিংবদন্তী, মহানবীর দেশে, খুলনার ঐতিহ্য, কালের সাক্ষী, দেলদার আহমেদ, তেরখাদার ইতিহাস উল্লেখযোগ্য। দিবসটি পালন উপলক্ষে আজ আব্দুল হালিম স্মৃতি সংসদ ও খুলনা সাহিত্য পরিষদ দোয়া মাহফিলের আয়োজন করেছে।



