জাতীয় সংবাদ

স্কুলে শিশু নির্যাতনের ঘটনায় ব্যবস্থাপক গ্রেপ্তার

প্রবাহ রিপোর্ট ঃ রাজধানীর নয়াপল্টন এলাকায় ‘শারমিন একাডেমি’ নামে একটি শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার মাত্র সাত দিনের মাথায় ভয়াবহ শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়েছে তিন-চার বছর বয়সি এক শিশু। এ ঘটনায় শিক্ষা প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক পবিত্র কুমার বড়ুয়াকে গ্রেপ্তার করেছে পল্টন থানা-পুলিশ। গতকাল শুক্রবার ভোরে রাজধানীর মিরপুর এলাকার একটি বাসা থেকে পবিত্র কুমার বড়ুয়াকে গ্রেপ্তার করা হয়। পবিত্র ওই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও স্কুলের প্রধান শিক্ষক শারমিন জাহানের স্বামী। পুলিশের মতিঝিল বিভাগের উপকমিশনার মোহাম্মদ হারুন অর রশিদ বলেন, গতকাল শুক্রবার ভোরে মিরপুর এলাকার একটি বাসা থেকে পল্টন থানার পুলিশ পবিত্র কুমার বড়ুয়াকে গ্রেপ্তার করে। এছাড়া পুলিশের আরেকটি দল আরেক আসামি শারমিন জাহানকে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে। তাকেও গ্রেপ্তার করা হবে দ্রুত। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শেয়ার করা একটি ভিডিওতে এই নির্যাতনের রোমহর্ষক চিত্র উঠে আসে। সিসিটিভি ফুটেজ অনুযায়ী, গত ১৮ জানুয়ারি দুপুর ১২টা ৫১ মিনিটে গোলাপি শাড়ি পরা এক নারী ওই শিশুকে টেনে অফিস কক্ষে নিয়ে যান। সেখানে এক ব্যক্তির সামনে শিশুটিকে দফায় দফায় চড় মারা ও ধমক দেওয়া হয়। এক পর্যায়ে ওই ব্যক্তি একটি স্ট্যাপলার দেখিয়ে শিশুর মুখ স্ট্যাপল করে দেওয়ার হুমকি দেন। পুরো ভিডিওজুড়ে শিশুটিকে চরম আতঙ্কিত অবস্থায় দেখা যায়। এই দৃশ্য প্রকাশ্যে আসার পর দেশজুড়ে তীব্র ক্ষোভ ও সমালোচনার সৃষ্টি হয়। ঘটনার পর শিশুটির মা বাদী হয়ে শিশু অধিকার আইন, ২০১৩ অনুযায়ী একটি মামলা দায়ের করেছেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button