দিঘলিয়ায় আচরণবিধি ভঙ্গের অভিযোগ বিএনপি নেতৃবৃন্দ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের ছুটি প্রদানে বাধ্য করলেন প্রধান শিক্ষককে

দিঘলিয়া প্রতিনিধি ঃ দিঘলিয়া উপজেলায় আচরণ বিধি ভঙ্গ করে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের ছুটি দানে প্রধান শিক্ষককে বাধ্য করলেন স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ। ঘটনা ঘটেছে দিঘলিয়া উপজেলার সেনহাটি ইউনিয়নের উত্তর চন্দনীমহল (বোগদিয়া) সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গতকাল দুপুরে।
সূত্র থেকে জানা যায়, দিঘলিয়া উপজেলার সেনহাটি ইউনিয়নের উত্তর চন্দনীমহল (বোগদিয়া) সরকারি প্রাথমিক বিদ্যালয়ে টিফিন পিরিয়ড চলছিল। এ সময় সেনহাটি ইউনিয়ন বিএনপির কতিপয় নেতা এসে উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৌসুমী আক্তারকে তাদের বিদ্যালয়ে দলীয় প্রগ্রামের কথা জানিয়ে ছাত্র-ছাত্রীদের ছুটি দিতে বলেন। প্রধান শিক্ষক শিক্ষা প্রতিষ্ঠানে দলীয় কর্মসূচি পালনে নিষেধাজ্ঞার পরিপত্রের উল্লেখ করে শিশুদের ছুটি দানে অপারগতার কথা জানান। এক পর্যায়ে বিএনপি নেতারা বিতর্ক সৃষ্টি করলে এবং শিক্ষার্থীদের ছুটি দানে চাপ সৃষ্টি করলে প্রধান শিক্ষক মৌসুমি আক্তার সহকারী শিক্ষা অফিসারের নিকট ফোনে যোগাযোগ করে শিক্ষার্থীদের ছেড়ে দেন। এ ব্যাপারে উক্ত প্রধান শিক্ষক মৌসুমি আক্তারের সাথে যোগাযোগ করলে তিনি সত্যতা স্বীকার করেন। তবে তিনি উপজেলা সহকারী রিটার্নিং অফিসার ও দিঘলিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ হারুন অর রশিদকে কিছুই জানাননি বলে জানান। অপর দিকে এ ব্যাপারে দিঘলিয়া উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মোঃ হারুন অর রশিদ এর সাথে যোগাযোগ করলে তিনি এ প্রতিবেদককে বলেন, আমাকে কেউ এ ঘটনা জানাননি। ঘটনা তদন্ত করে দেখে প্রয়োজনীয় পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।



