স্থানীয় সংবাদ

রূপসায় উপস্থাপিকা দীপ্তি চৌধুরীর মাধ্যমে জনতার প্রশ্নের মুখোমুখি হয়ে আগামীর ভাবনা জানালেন আজিজুল বারী হেলাল

রূপসা প্রতিনিধি: রূপসায় উপস্থাপিকা দীপ্তি চৌধুরীর মাধ্যমে জনতার প্রশ্নের মুখোমুখি হয়ে আগামীর ভাবনা জানালেন আজিজুল বারী হেলাল। খুলনা-৪ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের সংসার সদস্য পদপ্রার্থীও বিএনপি’র তথ্য বিষয়ক সম্পাদক হেলাল জনতার মুখোমুখি হয়ে চ্যানেল আই এর টিভি উপস্থাপিকা দীপ্তি চৌধুরীর উপস্থাপনায় বিভিন্ন প্রশ্নের উত্তরে বলেন, ধর্মীয় ভেদাভেদ না করে সকল ধর্মর মানুষের উন্নয়ন নিশ্চিত করা হবে। কে কোন ধর্মের লোক সেটা বড় কথা না, সকলেই সমধিকার নিয়ে বসবাস করবে। তিনি বলেন, আমার নির্বাচনী এলাকায় সকল ধর্মের মানুষের সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করা হবে। এবং ধর্মের নামে কোনো বৈষম্য চলতে দেওয়া হবে না। নারীর নিরাপত্তা নিশ্চিত করণে ইভটিজিং ও বাল্যবিবাহ রোধ এবং নারী অধিকার নিশ্চিত করণে জনসচেতনতা বৃদ্ধি করা হবে। তিনি বলেন, নারী সমাজকে সম্মান ও নিরাপত্তা ছাড়া উন্নয়ন সম্ভব নয়। মেয়েদের শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানে বিশেষ গুরুত্ব দেওয়া হবে এবং প্রত্যেক পরিবারকে সচেতন ভূমিকা রাখতে হবে। মাদক ও সন্ত্রাস দমনে এক প্রশ্নের জবাবে তিনি বলেন ধর্ম চর্চা ও ধর্মের পথে এগিয়ে আসা ছাড়া মাদক ও সন্ত্রাস দমন সম্ভব নয়। একারণে সকলকে পারিবারিক ভাবে বাল্যকাল থেকে ধর্মীয় চর্চা করতে হবে এবং পাশাপাশি ক্রীড়া চর্চাকে গুরুত্ব দিয়ে উপজেলার সর্বস্তরের খেলার মাঠগুলোকে আধুনিকায়ন করা হবে। তিনি আরও বলেন, তরুণ সমাজকে খেলাধুলা ও সংস্কৃতির মাধ্যমে সুস্থ ধারায় ফিরিয়ে আনাই হবে তার অন্যতম অগ্রাধিকার।ফিফা রেফারী মনির ঢালীর প্রশ্নের জবাবে তিনি বলেন বিএনপি সরকার গঠন করলে তিনটি উপজেলায় তিনটি আধুনিক স্টেডিয়াম গড়ে তোলা হবে বলে আশ্বস্ত প্রদান করেন। তিনি বলেন, খেলাধুলা যুব সমাজকে অপরাধ থেকে দূরে রাখে এবং একটি সুস্থ জাতি গঠনে বড় ভূমিকা রাখে। সাংবাদিক কৃষ্ণ গোপাল সেনের প্রশ্নের জবাবে তিনি বলেন আমি নির্বাচিত হই আর না হই আমার হটলাইন নম্বরটি চালু থাকবে এবং বিএনপি সরকার গঠন করলে অভিযোগের ভিত্তিতে সকল মানুষের অধিকার নিশ্চিত করা হবে। তাছাড়া রূপসার সাংবাদিকদের উন্নয়নে আধুনিক প্রেসক্লাব গঠনে সার্বিক সহযোগিতা করা হবে। তিনি বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ, তাদের স্বাধীন ও নিরাপদ পরিবেশে কাজ করার সুযোগ নিশ্চিত করা হবে।ভূমি অফিসের দুর্নীতি প্রসঙ্গে একজন অভিযোগ করলে তিনি বলেন উপজেলার ভূমি অফিসসহ ইউনিয়ন ভূমি অফিসগুলোকে কোনো রকম অর্থনৈতিক লেনদেন ছাড়া সকলকে তাদের সেবা নিশ্চিত করা ও দালাল মুক্ত ভূমি অফিস গড়ার জন্য আহবান জানান। ভবিষ্যতে এ ধরনের অভিযোগ পেলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে জনগণকে সাথে নিয়ে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন।আজিজুল বারী হেলালের বিগত সময়ে বারবার মিথ্যা মামলা এবং বারবার কারাবরণ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন চ্যালেঞ্জ মোকাবেলা ছাড়া নেতৃত্ব বিকাশ সম্ভব নয়। তিনি বলেন, জেল-জুলুমের চিন্তা করলে রাজনীতি বা জনসেবা করা যায় না। মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য যে কোনো ত্যাগ স্বীকার করতে তিনি প্রস্তুত বলেও জানান। তিনি আরও বলেন, অন্যায় ও দুর্নীতির বিরুদ্ধে আপসহীন অবস্থানই হবে তার রাজনীতির মূল আদর্শ।
জনতার মুখোমুখি এই অনুষ্ঠানটি ২৩ জানুয়ারি (শুক্রবার) বিকাল ৩টা থেকে শুরু হয়ে সন্ধ্যা ৭ টা অবধি শ্রীফলতলা ইউনিয়নের পালেরহাট মাঠে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটির উপস্থাপনা করেন চ্যানেল আই এর জনপ্রিয় টিভি উপস্থাপিকা দীপ্তি চৌধুরী। অনুষ্ঠানে প্রশ্ন করেন বীর মুক্তিযোদ্ধা আবুল ফজল হেলাল, মেডিকেল শিক্ষার্থী রাহুল, খ্রিস্টান সম্প্রদায়ের জয় নোটন বাড়ই, ফিফা রেফারি মনির ঢালী, সাংবাদিক কৃষ্ণ গোপাল সেন, বাকির হোসেন, প্রধান শিক্ষক বিউটি পারভিন, হাফিজুর রহমান, আঃ কুদ্দুস সহ অসংখ্য জনতা। এসময় বিএনপি’র নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সাবেক সদস্য সচিব আবু হোসেন বাবু, যুগ্ম আহবায়ক মোল্যা খায়রুল ইসলাম,জিএম কামরুজ্জামান টুকু,এনামুল হক সজল, রূপসা উপজেলা বিএনপি’র আহবায়ক মোল্যা সাইফুর রহমান, তেরখাদা আহবায়ক চৌধুরী কাউসার আলী,জেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক আতাউর রহমান রুনু, উপজেলা বিএনপি’র সদস্য সচিব জাবেদ হোসেন মল্লিক, আনিসুর রহমান,জেলা বিএনপি নেতা শেখ আলী আজগর, এম এ সালাম, মোল্যা রিয়াজুল ইসলাম, আছাফুর রহমান, জেলা যুবদল নেতা গোলাম মোস্তফা তুহিন,তাঁতিদল নেতা মাহমুদুল আলম লোটাস, সহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি’র নেতৃবৃন্দ সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, এবং বিভিন্ন পেশা শ্রেনীর মানুষ।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button