স্থানীয় সংবাদ

বাগেরহাটে পিআইবি’র নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন।

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি ঃ বাগেরহাট জেলার গণমাধ্যম কর্মীদের জন্য প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)’র নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক দুই দিনের প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে।
শুক্রবার (২৩ জানুয়ারি) জেলা পরিষদ অডিটোরিয়ামে পিআইবি কর্তৃক আয়োজিত প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী সাংবাদিকদের সনদ বিতরণ করা হয়। এর আগে ২২ জানুয়ারি এ প্রশিক্ষণ কর্মশালার শুভ উদ্বোধন করেন বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি আবু সাঈদ শুনু।
প্রশিক্ষণ শেষে সাংবাদিকদের মধ্যে সনদপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন বাগেরহাট জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক গোলাম মো: বাতেন।
প্রশিক্ষণে সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেন পিআইবির প্রশিক্ষক জিলহাজ উদ্দিন নিপুন। এছাড়াও প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন ডেইলি স্টারের সিনিয়র রিপোর্টার মোঃ বাহারাম খান ও আজকের পত্রিকার সিনিয়র রিপোর্টার হুমায়ুন কবির।
গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের জন্য সমসাময়িক প্রেক্ষাপটে নির্বাচনের রিপোর্টিং , চ্যালেঞ্জ এবং উত্তরণের উপায়, নির্বাচনী আইন বিধি-বিধান বিষয়ে বিস্তারিত ধারণা, নির্বাচন প্রতিবেদন তৈরির ক্ষেত্রে নিরপেক্ষতা, বস্তুনিষ্ঠতা ও স্বচ্ছতার গুরুত্ব তুলে ধরা হয়। ভুয়া তথ্য, অপতথ্য, ভূয়া সংবাদ, হেড স্পিচ, গুজব , প্রোপাগান্ডা ইত্যাদি প্রশিক্ষণে তুলে ধরেন। প্রশিক্ষকগণ গণমাধ্যম কর্মীদের দায়িত্ব ও কর্তব্য এবং সাংবাদিকতা ও নৈতিকতা বিষয়ে প্রশিক্ষণে উপস্থাপন করেন। এছাড়া রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ নির্বাচনী আইন লঙ্ঘন অনিয়ম অপরাধ সম্পর্কে ধারণা দেয়া হয়।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button