সম্পাদকীয়

নিয়ন্ত্রণে জরুরি পদক্ষেপ প্রয়োজন

রমজানের আগেই বাজার অস্থির

রমজান মাসকে সামনে রেখে দেশের বাজারে অস্থিরতা নতুন কিছু নয়, তবে এ বছর পরিস্থিতি আরও উদ্বেগজনক। নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম আগের থেকেই অস্বাভাবিকভাবে বেড়ে গেছে, আর এর দায়ভার বহন করছে সাধারণ মানুষ। চাল, ডাল, তেল, চিনি, মসলা—সবকিছুর দাম ঊর্ধ্বমুখী। মধ্যবিত্ত ও নি¤œবিত্ত পরিবারগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। এমন পরিস্থিতিতে রমজান মাসে খাদ্যপণ্যের চাহিদা বাড়বে জেনেও আগেভাগে দাম বাড়ানো হচ্ছে, যা স্পষ্টতই অযৌক্তিক এবং পরিকল্পিত। সরবরাহ সংকট ও মজুতদারির কারণে বাজারে কৃত্রিম অস্থিরতা তৈরি হচ্ছে। অনেক ব্যবসায়ী পণ্য মজুত করে রেখে কৃত্রিম সংকট সৃষ্টি করছেন। সরকারের বাজার মনিটরিং দুর্বল হওয়ায় এই সুযোগে অসাধু ব্যবসায়ীরা লাভবান হচ্ছেন। অথচ ভোক্তার স্বার্থ রক্ষায় নিয়মিত নজরদারি ও কঠোর ব্যবস্থা নেওয়া জরুরি। আন্তর্জাতিক বাজারে খাদ্য ও জ্বালানি পণ্যের দাম কিছুটা বেড়েছে, তবে স্থানীয় বাজারে তার প্রভাব অস্বাভাবিকভাবে বেশি। বৈদেশিক মুদ্রার সংকটও আমদানি ব্যয় বাড়াচ্ছে। কিন্তু আন্তর্জাতিক বাজারের অজুহাত দিয়ে সব দায় এড়ানো যায় না। স্থানীয় উৎপাদন ও সরবরাহ ব্যবস্থার দুর্বলতা এই সংকটকে আরও তীব্র করছে। রমজান মাসে জনগণের ভোগান্তি কমাতে হলে এখনই কার্যকর পদক্ষেপ নিতে হবে। জেলা ও উপজেলা পর্যায়ে নিয়মিত অভিযান চালানো, মজুতদারির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা, আমদানি ও পরিবহন ব্যবস্থায় স্বচ্ছতা এবং স্থানীয় উৎপাদন বাড়ানো—এসবই হতে পারে সমাধানের পথ। পাশাপাশি কৃষক ও ক্ষুদ্র উদ্যোক্তাদের সহায়তা দিয়ে স্থানীয় উৎপাদন বাড়াতে হবে। বাজার নিয়ন্ত্রণে ব্যর্থতা শুধু অর্থনৈতিক সমস্যা নয়, এটি সামাজিক অস্থিরতারও কারণ। রমজান মাসে সাধারণ মানুষ ন্যায্য দামে নিত্যপ্রয়োজনীয় পণ্য কিনতে না পারলে তাদের ক্ষোভ বাড়বে, যা সামাজিক স্থিতিশীলতাকে ক্ষতিগ্রস্ত করবে। জনগণের আস্থা ফিরিয়ে আনতে হলে সরকারকে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে হবে। রমজানকে উৎসবমুখর রাখতে হলে বাজার স্থিতিশীল করা এখন সময়ের সবচেয়ে বড় দাবি। জনগণের প্রত্যাশা পূরণে সরকার, ব্যবসায়ী ও প্রশাসনসহ সব পক্ষকে দায়িত্বশীল হতে হবে। আমরা আশা করি, রমজানে বাজারমূল্য নিয়ন্ত্রণে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button