বিনোদন

শাড়িতে ¯িœগ্ধতা ছড়ালেন কুসুম

দেশের নন্দিত অভিনেত্রী কুসুম শিকদার। পর্দায় তার উপস্থিতি দর্শকের জন্য বাড়তি কিছু। দীর্ঘদিন ধরে অভিনয়গুণে দর্শকের মনে জায়গা করে নিয়েছেন তিনি; এর পাশাপাশি তার রূপ-লাবণ্য দিয়ে ভক্তদের নজর কাড়েন। সম্প্রতি অভিনেত্রীর নতুন কিছু ছবি বেশ সাড়া ফেলেছে ভক্তদের মাঝে। গত বৃহস্পতিবার একগুচ্ছ নতুন ছবি প্রকাশ করেন কুসুম শিকদার। ছবিতে তাকে একটি নীল ও সবুজ আভার প্রিন্টেড শাড়িতে দেখা গেছে। সাথে খোঁপা করে বাধা চুল এবং কানে ও গলায় ফুলের ডিজাইনের অর্নামেন্টস তার লুকে এনেছে আভিজাত্যের ছোঁয়া। কখনো চেয়ারে বসে, আবার কখনো হাতে গোলাপ ফুল নিয়ে পোজ দিয়েছেন অভিনেত্রী; যা নজর কাড়ে তার ভক্তদের। ছবিগুলো পোস্ট করার পরপরই অভিনেত্রীর মন্তব্য ঘর ভরে গেছে প্রশংসায়। এক নেটিজেন মন্তব্য করেছেন, ‘প্রবাদ আছে, ওল্ড ইজ গোল্ড। খুব সুন্দর।’ অন্য এক ভক্ত লিখেছেন, ‘মার্জিত স্টাইলের সঙ্গে চমৎকার লুক।’ আবার কেউ কেউ তার শাড়ির সাথে সাজের প্রশংসা করে লিখেছেন, ‘গোলাপ আর আপনি দুটোই সুন্দর।’ দীর্ঘদিন ধরেই ছোট ও বড় পর্দায় সমানতালে কাজ করে আসছেন কুসুম শিকদার। ‘লাল টিপ’, ‘গহীনে শব্দ’ এবং ‘শঙ্খচিল’-এর মতো দর্শকপ্রিয় ও জীবনমুখী সিনেমায় অভিনয় করে তিনি কুড়িয়েছেন দর্শকদের প্রশংসা। পর্দায় সরব উপস্থিতির পাশাপাশি প্রায়ই নতুন লুক নিয়ে ভক্তদের চমকে দেন এই অভিনেত্রী।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button