খেলাধুলা

হেলিকপ্টারে করে নামলো হীরাখচিত বিপিএল ট্রফি

এবারের বিপিএল ট্রফি অন্য চেহারায়। দুবাইয়ে সুনিপুণ ডিজাইনে এবার বানানো হয়েছে ২৫ লাখ টাকার হীরাখচিত ট্রফি। মাঠে তার আগমনও ঘটল অন্যভাবে। টুর্নামেন্টের আগে থেকেই আলোচনা চলছে ২৫ লাখ টাকা খরচ করে আনা বিপিএলের ট্রফি নিয়ে। ফাইনালের আগপর্যন্ত তা জনসম্মুখে না আনা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া আছে। ফাইনাল ম্যাচ শুরুর আগে হলো সেই ট্রফির উন্মোচন। লাল কাপড়ে ঢেকে ট্রফিটি হেলিকপ্টার থেকে নামিয়ে মাঠে রাখেন যুব দলের বিশ^কাপ জয়ী অধিনায়ক আকবর আলী ও জাতীয় নারী দলের সাবেক অধিনায়ক সালমা খাতুন। তারপর মাঠে একটি ট্রফি কেসের উপরে রাখা হয় সেটি। তারপর রঙিন ফিতা উড়িয়ে বরণ করে নেওয়া হয় সেটি। ট্রফি নিয়ে ফটোসেশনের পর তানজিন তিশা মঞ্চ মাতান।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button