স্থানীয় সংবাদ

শিক্ষক উন্নয়নের মাধ্যমে গুণগত শিক্ষা নিশ্চিতকরণে খুলনা টিটিসির ভূমিকা প্রশংসিত

# লেইস প্রকল্পের প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শনে মহাপরিচালক #

খবর বিজ্ঞপ্তি ঃ মাধ্যমিক পর্যায়ের শিক্ষকদের পেশাগত দক্ষতা উন্নয়নের লক্ষ্যে চলমান লার্নিং এক্সিলারেশন ইন সেকেন্ডারি এডুকেশন (খঅওঝঊ) প্রকল্পের আওতায় আয়োজিত প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন করেছেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি), বাংলাদেশ, ঢাকার মহামান্য পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর বি. এম. আব্দুল হান্নান। শুক্রবার (২৩ জানুয়ারি ২০২৬) তিনি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ, খুলনা-তে অনুষ্ঠিত মাধ্যমিক পর্যায়ের নবীন শিক্ষকদের জন্য ৫৬ দিনব্যাপী দ্বিতীয় ব্যাচের বেসিক ট্রেনিং কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন এবং প্রশিক্ষণার্থী শিক্ষকদের সঙ্গে মতবিনিময় করেন। পরিদর্শনকালে মহাপরিচালক প্রশিক্ষণের সার্বিক অগ্রগতি, সেশন পরিচালনা পদ্ধতি, প্রশিক্ষণার্থীদের অংশগ্রহণ এবং একাডেমিক পরিবেশ পর্যবেক্ষণ করেন। মতবিনিময় সভায় তিনি শিক্ষক প্রশিক্ষণের গুরুত্ব তুলে ধরে বলেন, গুণগত শিক্ষা নিশ্চিত করতে হলে শ্রেণিকক্ষের কেন্দ্রবিন্দুতে শিক্ষার্থীকে রেখে দক্ষ ও পেশাদার শিক্ষক তৈরি করার বিকল্প নেই। তিনি লেইস প্রকল্পের মাধ্যমে নবীন শিক্ষকদের আধুনিক পেডাগজি, মূল্যায়ন কৌশল ও শ্রেণি ব্যবস্থাপনায় দক্ষ করে তোলার উদ্যোগকে সময়োপযোগী ও প্রশংসনীয় বলে উল্লেখ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সরকারি টিচার্স ট্রেনিং কলেজ, খুলনার অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) প্রফেসর মো: সুজাউদ্দোলাহ। তিনি তাঁর বক্তব্যে বলেন, খুলনা টিটিসি সবসময় জাতীয় শিক্ষা নীতির আলোকে শিক্ষক উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করে আসছে এবং লেইস প্রকল্পের প্রশিক্ষণ কার্যক্রম সেই ধারাবাহিকতারই একটি গুরুত্বপূর্ণ সংযোজন। তিনি প্রশিক্ষণের মান বজায় রাখতে সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতার কথা উল্লেখ করেন। প্রশিক্ষণ কার্যক্রমের সার্বিক সমন্বয় সাধন করেন কলেজের সহযোগী অধ্যাপক জনাব মো: আনিসুর রহমান। তিনি প্রশিক্ষণের কাঠামো, লক্ষ্য ও বাস্তবায়ন প্রক্রিয়া সম্পর্কে সংক্ষেপে অবহিত করেন এবং প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থীদের সক্রিয় অংশগ্রহণের বিষয়টি তুলে ধরেন। এ সময় আরও উপস্থিত ছিলেন প্রফেসর ড. শেখ মো: আমানুল্যাহ, পরিচালক, উচ্চ মাধ্যমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট (এইচএসটিটিআই), খুলনা, খুলনা অঞ্চলের আঞ্চলিক উপপরিচালক (ভারপ্রাপ্ত) মো: কামরুজ্জামান এবং খুলনা জেলা শিক্ষা অফিসার জনাব এস. এম. ছায়েদুর রহমান। উল্লেখ্য, লেইস প্রকল্পের আওতায় পরিচালিত এই ৫৬ দিনব্যাপী বেসিক ট্রেনিং কার্যক্রমের মাধ্যমে নবীন শিক্ষকরা আধুনিক শিক্ষণ-পদ্ধতি, ধারাবাহিক মূল্যায়ন, শিক্ষার্থী-কেন্দ্রিক পাঠ পরিকল্পনা এবং পেশাগত নৈতিকতা বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ গ্রহণ করছেন। শিক্ষা প্রশাসনের উচ্চপর্যায়ের এই পরিদর্শন প্রশিক্ষণ কার্যক্রমকে আরও গতিশীল ও ফলপ্রসূ করবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button