নিরাপদ নগরী ও গণতন্ত্র প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট চাইলেন তুহিন

স্টাফ রিপোর্টার ঃ খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন বলেছেন, সাম্যভিত্তিক মানবিক রাষ্ট্র গঠন এবং একটি আধুনিক, শান্তিপূর্ণ, উন্নয়নমুখী ও নিরাপদ খুলনা নগরী গড়ে তুলতে ধানের শীষের কোনো বিকল্প নেই। তিনি বলেন, বিএনপি ক্ষমতায় এলে নাগরিক সেবা, নিরাপত্তা ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হবেÑযা আজ দীর্ঘদিন ধরে ভূলুণ্ঠিত। শুক্রবার (২৩ জানুয়ারি) খুলনা-২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী নজরুল ইসলাম মঞ্জুর পক্ষে দিনব্যাপী নগরীর সোনাডাঙ্গা থানার শেখপাড়া ও বানরগাতির মকবুল বাজার এলাকায় নির্বাচনী গণসংযোগ ও লিফলেট বিতরণকালে তিনি এসব কথা বলেন। শফিকুল আলম তুহিন বলেন, আজ দেশের মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত। রাতের আঁধারে ভোট ডাকাতির সংস্কৃতি চালু করে গণতন্ত্রকে হত্যা করা হয়েছে। এই অবস্থা থেকে মুক্তির একমাত্র পথ হচ্ছে ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেওয়া। তিনি আরও বলেন, খুলনা নগরী একসময় শিল্প, শিক্ষা ও সংস্কৃতির শহর হিসেবে পরিচিত ছিল। আজ সেই খুলনা চরম অব্যবস্থাপনা, সন্ত্রাস ও অনিরাপত্তার নগরীতে পরিণত হয়েছে। বিএনপি জনগণের সরকার গঠন করতে পারলে খুলনাকে আবারও একটি বাসযোগ্য, শান্তিপূর্ণ ও উন্নত নগরীতে রূপান্তর করা হবে।
গণসংযোগকালে তিনি ভোটারদের উদ্দেশে বলেন, ভয় নয়, লোভ নয়Ñনিজের অধিকার বুঝে ধানের শীষে ভোট দিন। আপনার একটি ভোটই পারে গণতন্ত্র ফিরিয়ে আনতে, নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে। তিনি আরো বলেন, ধানের শীষের প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু একজন পরীক্ষিত, ত্যাগী ও জনগণের নেতা। তিনি নির্বাচিত হলে খুলনা হবে একটি মানবিক, আধুনিক ও শান্তিপূর্ণ নগরী। ভয়ের কাছে হার মানলে ভবিষ্যৎ অন্ধকার হবে। সাহস নিয়ে ভোটকেন্দ্রে যান, আপনার ভোট আপনি নিজেই দিন। ধানের শীষে ভোট দিয়ে জবাব দিন অবিচার ও দুঃশাসনের। তিনি অভিযোগ করে বলেন, একটি গোষ্ঠী নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চায়, কিন্তু জনগণ জেগে উঠেছে। এবার মানুষ সিদ্ধান্ত নেবেÑভয় নয়, ভোটই শেষ কথা। গণসংযোগকালে বিএনপি নেতা আসাদুজ্জামান মুরাদ, মজিবর রহমান, নজরুল ইসলাম বাবু, সাঈদ হাসান লাভলু, গণঅধিকার পরিষদের বেলাল হোসেন, আহসান হাবিব, হাবীবুর রহমান, আবু ওয়ারা, কাজী মিজানুর রহমান, কাজী নজরুল ইসলাম, মহিউদ্দিন টারজানসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।



