স্থানীয় সংবাদ

ধর্মীয় অপব্যাখ্যা ও মিথ্যা ফতোয়া দিয়ে ভোট কেনা যাবে না: রকিবুল ইসলাম বকুল

স্টাফ রিপোর্টার ঃ আসন্ন নির্বাচনে জয়লাভের জন্য কোনো ধরনের ধর্মীয় মিথ্যা ফতোয়া বা অপব্যাখ্যা দিয়ে সাধারণ মানুষের রায় কেনা সম্ভব নয় বলে নির্বাচনী গণসংযোগ চলাকালে এক পথসভায় এই মন্তব্য করেছেন কেন্দ্রীয় বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক ও খুলনা-৩ আসনের ধানের শীষের প্রার্থী রকিবুল ইসলাম বকুল। তিনি উল্লেখ করেন যে, ভোটাররা এখন অনেক সচেতন এবং তারা প্রকৃত উন্নয়ন ও অধিকারের পক্ষে কথা বলতে জানেন। রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য ধর্মকে ঢাল হিসেবে ব্যবহার করে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে সাধারণ মানুষকে প্রভাবিত করার দিন শেষ হয়ে গেছে। খুলনার মানুষ সততা এবং সাহসিকতার পক্ষে ঐক্যবদ্ধ। তিনি অভিযোগ করেন যে, একটি পক্ষ পরাজয় নিশ্চিত জেনে নানা রকম বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে, যা গণতান্ত্রিক ধারার পরিপন্থী। রকিবুল ইসলাম বকুল তার বক্তব্যে আরও যোগ করেন, মিথ্যা ফতোয়া দিয়ে ভোট আদায়ের কৌশল আর কাজ করবে না। বরং যারা জনবিচ্ছিন্ন হয়ে ধর্মের ভুল ব্যাখ্যা দেয়, তাদের জনগণ ভোটের মাধ্যমেই প্রত্যাখ্যান করবে। খুলনাবাসীর অধিকার রক্ষা এবং একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ বজায় রাখতে তিনি প্রশাসন ও সাধারণ মানুষের সহযোগিতা কামনা করেন। শুক্রবার (২৩ জানুয়ারি) ১৪নং বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠন আয়োজিত বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও ওয়ার্ড বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি সৈয়দ জহর মীর এর রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক ও খুলনা ৩ আসনের ধানের শীষের প্রার্থী আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল । বায়তুল নাজাত জামে মসজিদের সভাপতি আবু সুফিয়ান নান্নুর সভাপতিত্বে দোয়া মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ সাদী, সাবেক যুগ্ম আহবায়ক মোঃ চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, প্রবীণ রাজনীতিবিদ স .ম আব্দুর রহমান, খালিশপুর থানা বিএনপির সভাপতি এডভোকেট মোহাম্মদ আলী বাবু, সাংগঠনিক সম্পাদক বিপ্লবুর রহমান কুদ্দুস, খালিশপুর থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলাউদ্দিন তালুকদার। এছাড়া আরো উপস্থিত ছিলেন, ১৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি হায়দার আলী তরফদার, নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক লুৎফর রহমান, জংশন বাজারের সভাপতি মো: কোরবান মীর , বিশিষ্ট সমাজ সেবক মীর আব্বাস আলী, বিএল কলেজের সাবেক প্রভাষক অধ্যাপক আনোরুল ইকবাল, অগ্রণী ব্যাংকের সাবেক ম্যানেজার খন্দকার কামাল উদ্দিন আহমেদ, বীর মুক্তিযোদ্ধা শাহিন আজাদ। অনুষ্ঠান শেষে বেগম খালেদা জিয়ার ও ওয়ার্ড বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি সৈয়দ জহর মীর এর আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন বায়তুল নাজাত জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আব্দুস সাত্তার। দোয়া মাহফিলে স্থানীয় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও এলাকার বিপুল সংখ্যক সাধারণ মানুষ অংশ নেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button